২ বছরের পুরনো মামলায় গ্রেফতার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়, শর্ত সাপেক্ষে জামিন

অসমের একটি আদালত তার বিরুদ্ধে দুটি গ্রেফতারের নির্দেশ জারি করে। যদিও পশ্চিমবঙ্গ পুলিস সেই আদেশ কার্যকর করতে দুই বছর সময় নেয়। পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিসকে তাদের কর্তব্যে অবহেলার জন্য এই বছরের জুনে সমালচনা করে গুয়াহাটি হাইকোর্টের। এরপরেই গর্গকে গ্রেফতার করার জন্য ছয় সপ্তাহ সময় দেওয়া হয়।

Updated By: Aug 11, 2022, 02:21 PM IST
 ২ বছরের পুরনো মামলায় গ্রেফতার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়, শর্ত সাপেক্ষে জামিন
ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে স্বস্তি গর্গ চট্টোপাধ্যায়ের। গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুই বছর আগে একটি অভিযোগ করা হয় অসমে। সেই দুই বছরের পুরনো অভিযোগ অবশেষে তাকে আটক করা হয়। গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিস তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে। যদিও, বিচারক তাকে জামিন দেন। আগামী ১৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে হওয়া মামলার শুনানির দিন ধার্য হয়েছে। সেই দিন গুয়াহাটির কামরুপ মেট্রো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। অসমের ডিব্রুগড়ে ২০২০ সালের জুন মাসে, গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অহোম সম্প্রদায়কে অপমান করার অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়। সুকাফা ছিলেন অহোম রাজবংশের প্রতিষ্ঠাতা। তাঁরা ৬০০ বছর ধরে অসম শাসন করেন। অসমে বিজেপির সমালোচনা করার সময় গর্গ তাকে ‘চিনা আক্রমণকারী’ হিসাবে উল্লেখ করেন।

এটি অসমে বিশেষ করে অহোম সম্প্রদায়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং অভিযোগগুলির ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও পুলিসকে আপত্তিকর মন্তব্যের জন্য তাকে গ্রেফতারের নির্দেশ দেন। গ্রেফতারের হয়ে, গর্গ চট্টোপাধ্যায় ২০২০ সালের অগস্টে অহোম সম্প্রদায়ের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, ‘আমি অসমের জনগণ এবং মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে ক্ষমা প্রার্থনা করছি, দয়া করে আমার নিঃশর্ত ক্ষমা গ্রহণ করুন।’

যদিও, তাই অহোম সম্প্রদায় এবং তাদের সংগঠনগুলি এই ক্ষমাপ্রার্থনা গ্রহণ করেনি এবং তাকে গ্রেফতারের জন্য মামলা চালিয়ে যেতে থাকে। আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে আদালতে হাজির করার জন্য। তবে পশ্চিমবঙ্গ পুলিস তাদের সহযোগিতা না করায় অসম পুলিস তাকে গ্রেফতার করতে পারেনি। সিজেএম আদালত গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার জন্য কলকাতা পুলিসকে নির্দেশ দেয়। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিস এই আদেশগুলি উপেক্ষা করেছে।

আরও পড়ুন: Nitish Kumar vs Sushil Modi: আমি মোটেই উপরাষ্ট্রপতি হতে চাইনি, মোদীকে মিথ্যাবাদী বললেন মুখ্যমন্ত্রী নীতীশ

অসমের একটি আদালত তার বিরুদ্ধে দুটি গ্রেফতারের নির্দেশ জারি করে। যদিও পশ্চিমবঙ্গ পুলিস সেই আদেশ কার্যকর করতে দুই বছর সময় নেয়। পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিসকে তাদের কর্তব্যে অবহেলার জন্য এই বছরের জুনে সমালচনা করে গুয়াহাটি হাইকোর্টের। এরপরেই গর্গকে গ্রেফতার করার জন্য ছয় সপ্তাহ সময় দেওয়া হয়।

২০২০ সালের জুন মাসে ডিব্রুগড়ে এফআইআর হওয়ার পরে, গুয়াহাটি পুলিস ২০২০ সালের অক্টোবরে গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তিনি ট্যুইটারে অহোমিয়া মানুষদের অপমানজনক মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন কেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিয়মিত একজন ‘চিনা আক্রমণকারী এবং তার সেনাবাহিনী’-কে পালন করেন।

তিনি চাওলুং সুকাফার কথা উল্লেখ করেন। সুকাফা বর্তমান চিনের ইউনান প্রদেশের তাই রাজ্য মং মাও থেকে ১২২৮ সালে অসমে এসে অহোম রাজ্য প্রতিষ্ঠা করেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.