Goat Cartilage In Human Body: মানুষের শরীরে ছাগলের কার্টিলেজ! রাজ্যের গবেষকদের 'তাক লাগানো' উদ্ভাবন
এই গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। প্লাসিক সার্জারি বিভাগের প্রধান রূপনারায়ণ ভট্টাচার্য জানান, ল্যাবে পরীক্ষামূলক ভাবে সাফল্যের পর, সেখানেই চলে হিউম্যান ট্রায়াল।
মৈত্রেয়ী ভট্টাচার্য: মানুষের শরীরে ছাগলের কার্টিলেজ! অবাক লাগলেও এটাই সত্যি। এ রাজ্যের ১৫ জনের নাক ও কানে এই কার্টিলেজ বসিয়ে চমকে দিয়েছেন একদল গবেষক-চিকিৎসক। ছাগলের কানে থাকা কার্টিলেজকে কোষমুক্ত করে, মানব শরীরে প্রতিস্থাপন করে, পেটেন্টও পেলেন প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
কেন ছাগল?
প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দলের সদস্য সমিতকুমার নন্দী এবং সিদ্ধার্থ জোয়ারদার। তাঁদের দাবি, সুলভ দামে এবং সহজে এই কার্টিলেজ তৈরি করা যায়। তবে সেই লক্ষ্যে চ্যালেঞ্জও ছিল অনেক। যেমন, পশুর দেহ থেকে মানব শরীরে প্রতিস্থাপন সহজ নয়। সেই কোষ বহুক্ষেত্রেই মানব শরীরে খাপ খায় না। তাই অন্য পদ্ধতি এই গোটা প্রক্রিয়া সারতে হয়।
এই গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। প্লাসিক সার্জারি বিভাগের প্রধান রূপনারায়ণ ভট্টাচার্য জানান, ল্যাবে পরীক্ষামূলক ভাবে সাফল্যের পর, সেখানেই চলে হিউম্যান ট্রায়াল।
গবেষক দলের সদস্যদের দাবি, এই গবেষণা চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিশা খুলে দেবে। একই সঙ্গে এই কার্টিলেজ ব্যবহার প্রযুক্তি যাতে সাধারণ মানুষের কাছেও পৌঁছয়, তার জন্য কর্পোরেট সংস্থার সঙ্গেও আলোচনা শুরু করবেন বলে জানিয়েছে তাঁরা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)