বাড়ছে সোনার দাম, অক্ষয় তৃতীয়ায় গয়না কেনায় ভাটা

আজ অক্ষয় তৃতীয়া। বাঙালির সোনা বাজারের দিন। এদিকে সোনার দাম আকাশ ছোঁয়া। বাড়তে বাড়তে প্রতি দশ গ্রাম সোনার দাম পৌঁছেছে প্রায় ২৯ হাজারের কাছাকাছি। ফলে গয়না কেনার ক্ষেত্রে বাধ্য হয়েই কিছুটা কাটছাঁট করতে হচ্ছে ক্রেতাদের।

Updated By: Apr 24, 2012, 09:05 AM IST

আজ অক্ষয় তৃতীয়া। বাঙালির সোনা বাজারের দিন। এদিকে সোনার দাম আকাশ ছোঁয়া। বাড়তে বাড়তে প্রতি দশ গ্রাম সোনার দাম পৌঁছেছে প্রায় ২৯ হাজারের কাছাকাছি। ফলে গয়না কেনার ক্ষেত্রে বাধ্য হয়েই কিছুটা কাটছাঁট করতে হচ্ছে ক্রেতাদের।    
চলতি বছরের সাধারণ বাজেট পেশের সময় সোনা আমদানি থেকে শুরু করে সোনার গয়না তৈরি ও বিক্রির ওপর নানান কর বসানোর প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। আগামিদিনে সোনার গয়নার দাম যে আরও বাড়তে চলেছে তার ইঙ্গিত মিলেছিল তখনই।
এবার একনজরে দেখে নেওয়া যাক গত কয়েকবছরে কীভাবে বেড়েছে সোনার দাম।  
২০০৫-এ দশগ্রাম সোনার দাম ছিল ৭ হাজার টাকা।
২০০৬-এ একই পরিমান সোনার দাম বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৪০০ টাকা।
২০০৭ ও ২০০৮-এ দশ গ্রাম সোনার দাম ছিল যথাক্রমে ১০ হাজার ৮০০ ও ১২ হাজার ৫০০ টাকা।
২০০৯-এ সোনার দাম বেড়ে হয় ১৫ হাজার ১৮৫ টাকা।
২০১০-এ সোনার দাম বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৩৫৫ টাকা।
২০১১ সালে দশ গ্রাম সোনার দাম হয় ২১ হাজার ৭০০ টাকা ও ২০১২-র ২৩ মার্চ দাম ছিল ২৮ হাজার ৬০০ টাকা।
তবে বিয়ের বাজার হোক বা অক্ষয়তৃতীয়া। গয়না কেনার ব্যাপারে উত্‌সাহে ঘাটতি নেই। তবে সোনার দামক্রমাগত বাড়ায় কমেছে সোনা কেনার পরিমান।
সোনার দাম বাড়ার জন্য গয়না বিক্রির ক্ষেত্রে যে বিরূপ প্রভাব পড়েছে তা স্বীকার করেছেন স্বর্ণব্যবসায়ীরাও। উত্পাদন শুল্ক প্রত্যাহার সহ অন্যান্য কর কমানোর ব্যাপারে কেন্দ্রীয় সরকারের দিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।

.