Haimanti Ganguly: 'নার্ভের সমস্যা' য় হৈমন্তী! দু-এক দিনেই সামনে আসবে, দাবি গোপালের

 হৈমন্তী অসুস্থ। যা চলছে সব দেখে নার্ভের সমস্যা হয়েছে। লোকের মাধ্যমে খবর পাঠিয়েছি। দু একদিনের মধ্যে ও সামনে আসবে, এদিন এমনটাই দাবি করলেন গোপাল দলপতি। 

Updated By: Feb 28, 2023, 06:18 PM IST
Haimanti Ganguly: 'নার্ভের সমস্যা' য় হৈমন্তী! দু-এক দিনেই সামনে আসবে, দাবি গোপালের
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হৈমন্তী অসুস্থ। যা চলছে সব দেখে নার্ভের সমস্যা হয়েছে। লোকের মাধ্যমে খবর পাঠিয়েছি। দু একদিনের মধ্যে ও সামনে আসবে, এদিন এমনটাই দাবি করলেন গোপাল দলপতি। মঙ্গলবার দিল্লির এক বিখ্যাত হনুমান মন্দিরে পুজো দিলেন গোপাল দলপতি। এদিন তিনি আরও বলেন, সবার মঙ্গল কামনা করি। শক্রু বা মিত্র কে আমার ক্ষতি চায় জানি না। আমি কারো ক্ষতি চাই না। জি ২৪ ঘণ্টাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি এবং হৈমন্তী একটি বেসরকারি সংস্থার মালিক। সেই সংস্থার ১২ হাজার টাকা রয়েছে।'

আরও পড়ুন, Adenovirus, Mamata Banerjee: নবান্নে জরুরি বৈঠক'; 'কেন এত শিশুর মৃত্যু'? উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী  

কোথায় আছেন রহস্যময়ী? হৈমন্তীকে ঘিরে বেড়েই চলেছে রহস্য। যদিও বৃদ্ধ মায়ের দাবি, হৈমন্তীকে ফাঁসানো হয়েছে, ঠিক সময়ই সামনে আসবেন তাঁর মেয়ে। এরপরেই নিয়োগ দুর্নীতিতে হৈমন্তীর ভূমিকা নিয়ে কাঁটাছেড়া শুরু হয়। শনিবারই হৈমন্তীকে নিদোর্ষ বলে দাবি করেন গোপাল দলপতি। তাঁর অভিযোগ, তদন্তকারীদের বিভ্রান্ত করতেই হৈমন্তীর নাম ভাসিয়ে দিয়েছেন কুন্তল। 

হাওড়ার উত্তর বাকসারার কাঠুরিয়া পাড়ায়, তাঁর বাড়ির সামনে জমতে থাকে ভিড়। হৈমন্তী অবশ্য বাড়িতে নেই। সংবাদমাধ্যমের সামনে তাঁর বৃদ্ধ মায়ের দাবি, হৈমন্তী সম্পূর্ণ নির্দোষ। ঠিক সময়ই সামনে আসবেন। হৈমন্তীর মায়ের আরও দাবি, সিনেমা-সিরিয়ালে অভিনয় করেই পেট চালান তাঁর মেয়ে। গোপাল দলপতির কাছ থেকে হৈমন্তী সরে আসতে চেলেছিলেন বলেও দাবি করেন বৃদ্ধা। 

প্রসঙ্গত, কয়েকটি বাংলা ছবিতে ছোটখাট চরিত্রে দেখা গিয়েছে। আবার নেতাদের সঙ্গে তাঁর সেলফিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু কোথায় আছেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়? নিয়োগ দুর্নীতিতে তাঁর ভূমিকাই বা কী? সবদিক থেকেই রহস্য বাড়ছে, রহস্যময়ী হৈমন্তীকে ঘিরে। তারই মধ্যে এমন বিস্ফোরক দাবি করলেন গোপাল। 

আরও পড়ুন, Madhyamik 2023, Mamata Banerjee: মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ভবানীপুরের স্কুলে মুখ্যমন্ত্রী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.