ধর্মঘটের দিন গরহাজির কর্মীদের শোকজ নোটিস

মঙ্গলবার বিভিন্ন দফতরে ধর্মঘটের দিন গরহাজির কয়েকজন সরকারি কর্মীকে শোকজ নোটিস দিল সরকার। ২১ মার্চের মধ্যে তথ্য প্রমাণসহ নোটিসের জবাব দিতে হবে কর্মীদের। জবাব সন্তোষজনক নাহলে কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Updated By: Mar 13, 2012, 06:16 PM IST

মঙ্গলবার বিভিন্ন দফতরে ধর্মঘটের দিন গরহাজির কয়েকজন সরকারি কর্মীকে শোকজ নোটিস দিল সরকার। ২১ মার্চের মধ্যে তথ্য প্রমাণসহ নোটিসের জবাব দিতে হবে কর্মীদের। জবাব সন্তোষজনক নাহলে কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের এই শোকজ নোটিসের তীব্র প্রতিবাদ জানিয়েছে কর্মী সংগঠনগুলি। তাদের মতে এই নোটিস সম্পূর্ণ বেআইনি।
অর্থ দফতরের ৮৪ জন, স্বরাষ্ট্র দফতরের ৩১ জন এবং ভূমিসংস্কার দফতরের ২০ জন কর্মীকে শোকজ করা হয়েছে। শোকজ নোটিস প্রাপ্ত কর্মীদের মধ্যে কর্মী সংগঠনের কয়েকজন নেতাও রয়েছেন।
গত ৬ মার্চ অর্থ দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল, শোকজের জবাব সন্তোষজনক নাহলে শাস্তি হিসেবে সংশ্লিষ্ট কর্মীদের একদিনের বেতন কাটার পাশাপাশি একদিনের চাকরির মেয়াদও কমানো হতে পারে। তার পরেই হাতে হাতে ধরানো হল এই শোকজের নোটিস।

.