রাজ্যে ক্রমাগত ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল

রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল এম কে নারায়ণন। বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে রাজ্যপাল বলেন, "কলকাতা একসময় দেশের সবথেকে নিরাপদ শহর ছিল। কিন্তু যারা ধর্ষণ করছে তারা কেউ ভিন রাজ্যের বাসিন্দা নয়, তারাও এই রাজ্যেরই বাসিন্দা। আমাদের প্রত্যেকেরই উচিত্‍ আমাদের রাজ্যের নারী এবং শিশুদের তাদের প্রাপ্য সম্মান দেওয়া।"

Updated By: Mar 1, 2012, 11:09 PM IST

রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল এম কে নারায়ণন। বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে রাজ্যপাল বলেন, "কলকাতা একসময় দেশের সবথেকে নিরাপদ শহর ছিল। কিন্তু যারা ধর্ষণ করছে তারা কেউ ভিন রাজ্যের বাসিন্দা নয়, তারাও এই রাজ্যেরই বাসিন্দা। আমাদের প্রত্যেকেরই উচিত্‍ আমাদের রাজ্যের নারী এবং শিশুদের তাদের প্রাপ্য সম্মান দেওয়া।"
পার্ক স্ট্রিটে নৈশক্লাব থেকে ফেরার পথে গাড়িতে অ্যাংলো-ইন্ডিয়ান মহিলাকে ধর্ষণ, বরানগরে ঝুপড়িবাসী মহিলাকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণ, কাটোয়ায় ট্রেন থেকে নামিয়ে মহিলাকে ধর্ষণ, মালদহের ইংরেজবাজারে দিনের পর দিন গৃহবধূকে পুলিস কনস্টেবলের ধর্ষণ, ফলতায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ১০ দিন ধরে ধর্ষণ, বাঁকুড়া মেডিক্যালে এক রোগীকে চিকিত্‍‍সকের ধর্ষণ- একের পর এক এই ধরণের নারকীয় ঘটনা ঘটে গেছে এই রাজ্যে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান বলছে, ধর্ষণের অভিযোগ দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে রাজ্যে। এই অবস্থায় কলকাতা সহ সমগ্র রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল বলেন, একটা ধর্ষণও হওয়া উচিত্‍ নয়। একজন মহিলার ধর্ষিতা হওয়া আর ৫ জন মহিলার ধর্ষিতার হওয়ার গুরুত্ব একই। এর আগে রাজ্যপালের গলায় একই রকম ভাবে উদ্বেগের সুর শোনা গিয়েছিল রাজ্যে কৃষক আত্মহত্যা এবং শিক্ষক নিগ্রহের ঘটনাতেও।

.