মাওবাদী দমনে অভিযান বাড়াচ্ছে সরকার পাল্টা আঘাত হানার আশঙ্কা জঙ্গলমহলে
রণকৌশলগত কারণেই মাওবাদীরা বা রাজ্যসরকার, কোনও পক্ষই শান্তি প্রক্রিয়া বন্ধ করে দিতে চাইছে না।দুটি কারণে উভয়পক্ষের এই অবস্থান. কেউই এই শান্তি প্রক্রিয়া ভেস্তে দেওয়ার দায় নিতে চায় না।আবার দুপক্ষই এই প্রক্রিয়ার সুযোগে নিজেদের অবস্থান দৃঢ় করে নিতে চায়।কিন্তু শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম জানিয়ে দিয়েছেন, মাওবাদীদের বিরুদ্ধে অভিযান আরও কড়া হবে।
রণকৌশলগত কারণেই মাওবাদীরা বা রাজ্যসরকার, কোনও পক্ষই শান্তি প্রক্রিয়া বন্ধ করে দিতে চাইছে না।দুটি কারণে উভয়পক্ষের এই অবস্থান. কেউই এই শান্তি প্রক্রিয়া ভেস্তে দেওয়ার দায় নিতে চায় না। আবার দুপক্ষই এই প্রক্রিয়ার সুযোগে নিজেদের অবস্থান দৃঢ় করে নিতে চায়।কিন্তু শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম জানিয়ে দিয়েছেন, মাওবাদীদের বিরুদ্ধে অভিযান আরও কড়া হবে।দেশের সর্বত্র মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চলবে আর এরাজ্যে শান্তি প্রক্রিয়া চলবে এমনটা হওয়া কার্যত অসম্ভব। এই অবস্থায় মাওবাদীরা শান্তি প্রক্রিয়ায় অংশ নিয়ে বিভিন্ন প্রকাশ্য সংগঠনের মাধ্যমে আন্দোলন জারি রাখার চেষ্টা চালাচ্ছিল।নারী ইজ্জত বাঁচাও কমিটির উদ্যোগে গত একমাসে চারটিরও বেশি কর্মসূচি নেওয়া হয়।যার মধ্যে সবথেকে বড় কর্মসূচি ছিল শুক্র ও শনিবার. শুক্রবার ওই সংগঠনের সাংগঠিন সম্মেলনে যোগ দিতে এসেছিলেন মণিপুরের গণ আন্দোলনের কর্মীরাও। কিন্তু পুলিস কোনও কর্মসূচিরই অনুমতি দিচ্ছে না. ফলে স্বাভাবিকভাবেই ধাক্কা খাচ্ছে এই উদ্যোগগুলি।এই অবস্থায় জঙ্গলমহলে মাওবাদীরা পাল্টা আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।কারণ গণ আন্দোলন আটকে গেলেই রণনীতি অনুসারে মাওবাদীরা পাল্টা আঘাত বা সশস্ত্র সংগ্রামের পথে হাঁটে।