মধ্যমগ্রাম ধর্ষণের ঘটনায় রাজ্য সরকারের দোষ খুঁজে পেলেন না কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী! অতিরিক্ত রক্ষণশীলতা কি নয়া জোটের ইঙ্গিত? চলছে জোর জল্পনা

মধ্যগ্রামের ধর্ষণের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দোষ খুঁজে পেলেন না গুলাম নবি আজাদ। বরং কোনও কোনও ক্ষেত্রে সরকারের প্রশংসাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর মুখে। হঠাত্‍ কেন এই ভোলবদল? ফের জোটের কোনও ইঙ্গিত? জল্পনা তুঙ্গে।

Updated By: Jan 6, 2014, 09:22 PM IST

মধ্যগ্রামের ধর্ষণের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দোষ খুঁজে পেলেন না গুলাম নবি আজাদ। বরং কোনও কোনও ক্ষেত্রে সরকারের প্রশংসাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর মুখে। হঠাত্‍ কেন এই ভোলবদল? ফের জোটের কোনও ইঙ্গিত? জল্পনা তুঙ্গে।

পর পর দুবার গণধর্ষণ। ক্রমাগত হুমকি। আগুনে পুড়ে মৃত্যু। মধ্যমগ্রামের নির্যাতিতা কিশোরীর ভয়ঙ্কর মৃত্যুতে উত্তাল গোটা রাজ্য। বার বার আঙুল উঠছে রাজ্য সরকারের বিরুদ্ধে। প্রতিবাদে পথে নেমেছে প্রদেশ কংগ্রেসও।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ অবশ্য এই ঘটনার জন্য রাজ্যকে একেবারেই দায়ি করতে নারাজ।

প্রদেশ কংগ্রেসের মতে পার্ক স্ট্রিট থেকে কামদুনি, এমনকী মধ্যমগ্রামের ঘটনাতেও দোষিদের বার বার আড়াল করার চেষ্টা করেছে রাজ্য সরকার। গুলামনবি আজাদ অবশ্য নিজের দলের এই অভিযোগও মানতে নারাজ।

হঠাত্‍ কেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এতটা রক্ষণাত্মক এআইসিসির এই প্রথম সারির নেতা। তাহলে কী আবার জোটের কোনও ইঙ্গিত? সেই জল্পনাকে আরও কয়েকগুণ উসকে দেন গুলাব নবি আজাদ।

গুলাম নবি আজাদের পাঁচ ঘণ্টা কলকাতা সফরের পর উঠতে শুরু করল অনেকগুলো প্রশ্ন। তাঁর মন্তব্যে রীতিমতো হতাশ প্রদেশ কংগ্রেস নেতারা। রাজ্য সরকারের কর্মসূচির মধ্যেই আধঘন্টা আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তাহলে কী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের কাছে টানার উদ্যোগ নিচ্ছে কংগ্রেস হাইকম্যান্ড? জল্পনাটা বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

.