হাইকোর্টে নারদা মামলার শুনানি, কড়া সমালোচনা মঞ্জুলা চেল্লুরের

নারদা স্টিং অপারেশনে হাইকোর্টে কড়া সমালোচনার মুখে পড়ল শাসকদল। চাঁছাছোলা ভাষায় প্রশ্ন তুললেন এই ঘটনার তদন্তে সরকার কী করেছে তাই নিয়ে। কী বললেন চেল্লুর দেখে নেব একনজরে-

Updated By: Apr 19, 2016, 05:22 PM IST
হাইকোর্টে নারদা মামলার শুনানি, কড়া সমালোচনা মঞ্জুলা চেল্লুরের

ওয়েব ডেস্ক : নারদা স্টিং অপারেশনে হাইকোর্টে কড়া সমালোচনার মুখে পড়ল শাসকদল। চাঁছাছোলা ভাষায় প্রশ্ন তুললেন এই ঘটনার তদন্তে সরকার কী করেছে তাই নিয়ে। কী বললেন চেল্লুর দেখে নেব একনজরে-

“এই ফুটেজ সামনে আসার পর সমাজে আলোড়ন পড়ে গেছে। জনগণের মধ্যে এর প্রভাব ব্যাপক।”

“এই ফুটেজ সত্যি হলেও বিপজ্জনক, মিথ্যা হলেও বিপজ্জনক।”

“এই ঘটনার তদন্ত হওয়া দরকার।”

 “সমাজে এর প্রভাব মারাত্মক।”

“ফুটেজ যদি ২ বছরের পুরনোও হয়, তাহলে কি দোষীরা শাস্তি পাবেন না?”

“অভিযুক্তরা জনগণের প্রতিনিধি। জনতার বিশ্বাস ও ভরসাই শেষ কথা।”

“যত দ্রুত সম্ভব তদন্ত হওয়া প্রয়োজন। নইলে জনমানসে এর প্রভাব পড়বে।”

“সত্য উদ্ঘাটন হওয়া অবশ্যই দরকার।”

 “আমার মনে হয় এই ফুটেজকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো দরকার।”

.