উচ্চশিক্ষায় প্রসারে বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরির উদ্যোগ রাজ্যের
রাজ্যে আরও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। এর জন্য আনা হচ্ছে নতুন নীতি। আজ মন্ত্রিসভার বৈঠকে নতুন নীতি ঘোষণা করা হবে। উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের অংশ নেওয়ার ক্ষেত্রে দেশের তুলনায় পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। গোটা দেশে উচ্চশিক্ষায় গড়ে ১৪ শতাংশ ছাত্রছাত্রী পড়তে গেলেও এ রাজ্যে গড় ১৩ শতাংশ। রাজ্য সরকার চাইছে, ৩০ শতাংশ ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার আওতায় নিয়ে আসতে। এরজন্য আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে চার লক্ষ। সেইকারণেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়াতে চায় সরকার।
রাজ্যে আরও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। এর জন্য আনা হচ্ছে নতুন নীতি। আজ মন্ত্রিসভার বৈঠকে নতুন নীতি ঘোষণা করা হবে।
উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের অংশ নেওয়ার ক্ষেত্রে দেশের তুলনায় পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। গোটা দেশে উচ্চশিক্ষায় গড়ে ১৪ শতাংশ ছাত্রছাত্রী পড়তে গেলেও এ রাজ্যে গড় ১৩ শতাংশ। রাজ্য সরকার চাইছে, ৩০ শতাংশ ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার আওতায় নিয়ে আসতে। এরজন্য আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে চার লক্ষ। সেইকারণেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়াতে চায় সরকার।
নতুন নিয়মে বেসরকারি সংস্থাকে ন্যুনতম ১০ কোটি টাকা বিনিয়োগে সক্ষম হতে হবে। সিকিউরিটি ডিপোজিট হিসেবে রাখতে হবে এক কোটি টাকা। কলকাতায় ২০ হাজার বর্গমিটার জমি এবং অন্য শহরে দর হাজার বর্গমিটার জমিতে বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে। রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য ২৫ শতাংশ আসন সংরক্ষণ রাখতে হবে। কর্মসংস্থানের লক্ষ্যে ৫০ শতাংশ অশিক্ষক কর্মী নিয়োগের শর্তও সরকারের তরফে দেওয়া থাকছে।
রাজ্য সরকারের আশা, তিন বছরের মধ্যে বেশকিছু নতুন বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে।