Higher Secondary Examination 2023: ২০২৩-এ উচ্চমাধ্যমিকে ২টি 'বৈশিষ্ট্য' থাকার উল্লেখ পর্ষদ সভাপতির, শুরু-শেষ কবে?
২০২৩-এর উচ্চমাধ্যমিকে থাকছে দুটি উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য। যার কথা জানান পর্ষদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
নিজস্ব প্রতিবেদন : পরের বছর ২০২৩-এ উচ্চমাধ্যমিক (HS 2023) ও একাদশ শ্রেণির পরীক্ষা শুরু হচ্ছে ১৪ মার্চ। শেষ হবে ২৭ মার্চ। পরীক্ষার (Higher Secondary Examination 2023) বিস্তারিত রুটিন পাওয়া যাবে পর্ষদের ওয়েবসাইটে।
২০২৩-এর উচ্চমাধ্যমিকে থাকছে দুটি উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য। যার কথা জানান পর্ষদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেন, ২০২৩ সালের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের উপর হবে। ২০২২-এর মত কমিয়ে আনা সিলেবাসে নয়। পাশাপাশি, এবছর হোম সেন্টারেই পরীক্ষা হয়েছিল। যার প্রধান কারণ ছিল কোভিড পরিস্থিতি। ছাত্রছাত্রীদের সুবিধার্থেই এটা করা হয়েছিল।
কিন্তু ২০২৩-এ আর সেটা হচ্ছে না। ২০২৩-এ হোম সেন্টারে আর উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে না। আগের মত অন্য সেন্টারে গিয়েই পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। যেভাবে সিট পড়ত সেইভাবেই পরীক্ষা হবে।
আরও পড়ুন, HS Result 2022: নজিরবিহীন! উচ্চমাধ্যমিকে প্রথম দশে ২৭২ জন, শীর্ষে দিনহাটার অদিশা