ইলিশ উৎসব সল্টলেকে
সাধ ও সাধ্যের মেলবন্ধন ঘটিয়ে আজ ইলিশ উতসব উদযাপন হল সল্টলেকে। ইলিশ পাতুরি, কচুইলিশ, ইলিশ ভাজা-সহ সাত রকম ইলিশের পদ ছিল মেনুতে। ইলিশের স্বাদ নিতে সাধারণ ভোজনরসিকদের সঙ্গে উপস্থিত ছিলেন স্বস্ত্রীক পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও।
কলকাতা: সাধ ও সাধ্যের মেলবন্ধন ঘটিয়ে আজ ইলিশ উতসব উদযাপন হল সল্টলেকে। ইলিশ পাতুরি, কচুইলিশ, ইলিশ ভাজা-সহ সাত রকম ইলিশের পদ ছিল মেনুতে। ইলিশের স্বাদ নিতে সাধারণ ভোজনরসিকদের সঙ্গে উপস্থিত ছিলেন স্বস্ত্রীক পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও।
কোন পাঁচতারা হোটেল বা রেস্তোরাঁ নয়, সল্টলেকে এ বার ইলিশ উতসব সবার জন্য। সল্টলেকের এবি-এসি ব্লকের পার্কে ন নম্বর ওয়ার্ডের পুর-প্রতিনিধি অনিন্দ্য চট্টোপাধ্যায়ের উদ্যোগে ইলিশ ভোজে মাতলেন এলাকার ভোজনরসিকরা। আয়োজনও নেহাত কম নয়। ছিল সাত রকমের ইলিশের পদ। চেটেপুটে ইলিশের স্বাদ উপভোগ করলেন সস্ত্রীক পুরমন্ত্রীও।