গৃহঋণে সুদ কমাল রাজ্য

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার নতুন পদক্ষেপ রাজ্য সরকারের। সরকারি কর্মীদের জন্য গৃহঋণে সুদ কমাল রাজ্য। সুদ কমল ২৫ বেসিস পয়েন্ট। ইউবিআই এবং স্টেট কো অপারেটিভ ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বেঁধে চলছিল গৃহঋণ স্কিম। পঞ্চায়েতের আগে কর্মীদের খুশি করতেই সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Updated By: Mar 19, 2013, 07:51 PM IST

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার নতুন পদক্ষেপ রাজ্য সরকারের। সরকারি কর্মীদের জন্য গৃহঋণে সুদ কমাল রাজ্য। সুদ কমল ২৫ বেসিস পয়েন্ট। ইউবিআই এবং স্টেট কো অপারেটিভ ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বেঁধে চলছিল গৃহঋণ স্কিম। পঞ্চায়েতের আগে কর্মীদের খুশি করতেই সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
পঞ্চায়েত নির্বাচনের আগে গৃহঋণে ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যে সব সরকারি কর্মচারী পাঁচ বছরের জন্য ঋণ নিয়েছেন এত দিন তাঁদের এগারো শতাংশ হারে সুদ দিতে হত। পাঁচ থেকে পনেরো বছরের জন্য যাঁরা ঋণ নিয়েছেন তাঁদের ১১.২৫ শতাংশ এবং ২০ বছরের জন্য যাঁরা ঋণ নিয়েছেন তাঁদের সাড়ে এগারো শতাংশ হারে ঋণ পরিশোধ করতে হতো। ২০১১ সালের নভেম্বর থেকে এই হারেই ঋণ পরিশোধ করছিলেন সরকারি কর্মীরা। ১৪ মার্চ  রাজ্যের অর্থ সচিব নির্দেশ জারি করে জানিয়েছেন, এখন থেকে তিনটি ক্ষেত্রেই সুদ কমল ২৫ বেসিস পয়েন্ট। সরকারের আর্থিক দুরবস্থার কারণে সরকারি কর্মচারীদের ২০ শতাংশ মহার্ঘ্যভাতা বকেয়া রয়েছে। কোষাগারের হাল যে খারাপ বিভিন্ন অনুষ্ঠআনে একাধিকবার তার উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। অথচ, পঞ্চায়েত নির্বাচনের আগে কার্যত কল্পতরু হতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। অর্থ দফতরের নির্দেশ অনুযায়ী যে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমানো হল সংশ্লিষ্ট ব্যাঙ্ককে সেই পরিমান টাকা দিতে হবে রাজ্য সরকারকেই।
 
সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, সরকারের এই আর্থিক অবস্থায় বাড়তি খরচের যোগান হবে কোথা থেকে?

.