কোন আইন ভাঙলে কী জরিমানা

আপনি কি কলকাতা শহরে থাকেন?  রোজ গাড়ি নিয়ে রাস্তায় বের হন?  সঙ্গে থাকে আপনার প্রিয় মোটরবাইক বা সদ্যকেনা চারচাকাটি। সেক্ষেত্রে ট্রাফিক আইন ভাঙার জন্য আপনাকে কখনও কখনও জরিমানা দিতেই হয়। গাড়ি চালকদের জন্য তাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কোন আইন ভাঙলে কী জরিমানা দেখে নেওয়া যাক একনজরে-

Updated By: Feb 17, 2016, 07:54 PM IST
কোন আইন ভাঙলে কী জরিমানা

ওয়েব ডেস্ক: আপনি কি কলকাতা শহরে থাকেন?  রোজ গাড়ি নিয়ে রাস্তায় বের হন?  সঙ্গে থাকে আপনার প্রিয় মোটরবাইক বা সদ্যকেনা চারচাকাটি। সেক্ষেত্রে ট্রাফিক আইন ভাঙার জন্য আপনাকে কখনও কখনও জরিমানা দিতেই হয়। গাড়ি চালকদের জন্য তাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কোন আইন ভাঙলে কী জরিমানা দেখে নেওয়া যাক একনজরে-

নো এন্ট্রির নিয়ম ভাঙলে- প্রথম বার ৫০০ টাকা, দ্বিতীয় বার ৫০০ টাকা, তৃতীয় বার ৫০০ টাকা। এরপর ফের একই অপরাধ করলে ৫০০টাকা।

লাইসেন্স না নিয়ে গাড়ি চালালে- প্রথম বার ৫০০ টাকা, দ্বিতীয় বার ৬০০ টাকা, তৃতীয় বার ৭০০ টাকা। এরপর ফের একই অপরাধ করলে ১০০০ টাকা।

নির্ধারিত গতির চেয়ে বেশি জোরে ড্রাইভিং করলে- প্রথম বার ৬০০ টাকা, দ্বিতীয় বার ৮০০ টাকা, তৃতীয় বার ১০০০ টাকা। এরপর ফের একই অপরাধ করলে ১০০০ টাকা।

মদ্যপ অবস্থায় গাড়ি চালালে- প্রথম বার ২ হাজার টাকা, দ্বিতীয় বার ২ হাজার টাকা, তৃতীয় বার ৩ হাজার টাকা। এরপর ফের একই অপরাধ করলে ৩ হাজার টাকা।

ট্রাফিক সিগন্যাল ভাঙলে- প্রথম বার ১০০ টাকা, দ্বিতীয় বার ২৫০ টাকা, তৃতীয় বার ৩০০ টাকা। এরপর ফের একই অপরাধ করলে ৩০০ টাকা।

দুর্ঘটনার পর গাড়ি না থামিয়ে চলে গেলে- প্রথম বার ৫০০ টাকা, দ্বিতীয় বার ৫০০ টাকা, তৃতীয় বার   ৫০০ টাকা। এরপর ফের একই অপরাধ করলে ১ হাজার টাকা।

সিট বেল্ট ব্যবহার না করলে- প্রথম বার ১০০ টাকা, দ্বিতীয় বার ১০০টাকা, তৃতীয় বার ১০০টাকা। এরপর ফের একই অপরাধ করলে ৩০০ টাকা।

হেলমেট না পরে বাইক/স্কুটার চালালে- প্রথম বার ১০০ টাকা, দ্বিতীয় বার ১০০ টাকা, তৃতীয় বার    ১০০ টাকা। এরপর ফের একই অপরাধ করলে ৩০০ টাকা।

ড্রাইভিংয়ের সময় মোবাইল/ইয়ারফোন ব্যবহার করলে- প্রথম বার ১০০ টাকা, দ্বিতীয় বার ১০০ টাকা, তৃতীয় বার ১০০ টাকা। এরপর ফের একই অপরাধ করলে ১০০ টাকা।

.