আলিপুর চিড়িয়াখানায় এবার কাঁচের এদিকে আপনি, ওদিকে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের মুক্তাঞ্চলের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
আজ আলিপুর চিড়িয়াখানায় একটি পাখিরালয় এবং বাঘের মুক্তাঞ্চলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। বেলা বারোটা নাগাদ চিড়িয়াখানায় পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রথমে পাখিরালয়ের উদ্বোধন করে টাইগার এনক্লোসারের কাছে হেঁটেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী।
আজ আলিপুর চিড়িয়াখানায় একটি পাখিরালয় এবং বাঘের মুক্তাঞ্চলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। বেলা বারোটা নাগাদ চিড়িয়াখানায় পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রথমে পাখিরালয়ের উদ্বোধন করে টাইগার এনক্লোসারের কাছে হেঁটেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী।
এর ফলে আলিপুর চিড়িয়াখানার রয়্যাল বেঙ্গল টাইগারকে এবার আরও কাছ থেকে দেখা যাবে৷ মাঝে দূরত্ব বলতে শুধু একটা কাঁচের দেওয়াল৷ একপাশে আপনি৷ আর অন্যপাশে খোদ রয়্যাল বেঙ্গল টাইগার৷ সোমবার থেকে এই নয়া ব্যবস্থা চালু হল আলিপুর চিড়িয়াখানায়৷ নতুন এই ব্যবস্থার নাম ‘ওপেন এয়ার এনক্লোজার ফর বেঙ্গল টাইগার’৷
৩৩,৬০০ বর্গমিটার এলাকা জুড়ে নির্মীত এই বাঘের মুক্তাঞ্চলটি কাচ দিয়ে ঘেরা। একটি কৃত্রিম ঝর্ণা এবং রাতে বাঘের থাকার জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে। সেখানে থাকছে একটি গুহা, ছোট জলপ্রপাত এবং জলাধার৷ আপাতত তিনটি বাঘিনী এবং একটি বাঘ রয়েছে নতুন মুক্তাঞ্চলটিতে। অসুস্থ হলে এই মুক্তাঞ্চলটির মধ্যে বাঘের চিকিতসার জন্য অন্য ঘরও রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, পৃথিবীর অন্যান্য দেশে এই ধরনের টাইগার এনক্লোসার থাকলেও ভারতে আলিপুর চিড়িয়াখানাতেই প্রথম এধরনের এনক্লোসারের উদ্বোধন হল। এই দেওয়ালের বাইরে দাঁড়িয়ে বাঘ দেখতে পারবেন দর্শকেরা৷ এই নয়া ব্যবস্থায় বাঘ একেবারে কাচের দেওয়ালের পাশে চলে আসতে পারবে৷