রাজ্যের কাছে ৩,২৩৬ একর জমি আছে, বিনিয়োগের ক্ষেত্রে তাই সমস্যা হবে না, বললেন নতুন শিল্পমন্ত্রী

রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে জমি কোনও সমস্যা নয়। আজ বণিকসভার এক বিশেষ সম্মেলনে এই বার্তা দিলেন শিল্পমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, ২৩টি ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট ৩ হাজার ২৩৬ একর জমি সরকারের হাতেই আছে। লগ্নিকারীরা যখন চাইবেন তখনই তা দেওয়া সম্ভব। তবে শিল্পমহলের মত, শুধু জমি না, পরিকাঠামো উন্নয়নের দিকে এখনই নজর না দেওয়া হলে এরাজ্যে শিল্পে খরা কাটানো অসম্ভব।

Updated By: Jan 9, 2014, 04:06 PM IST

রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে জমি কোনও সমস্যা নয়। আজ বণিকসভার এক বিশেষ সম্মেলনে এই বার্তা দিলেন শিল্পমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, ২৩টি ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট ৩ হাজার ২৩৬ একর জমি সরকারের হাতেই আছে। লগ্নিকারীরা যখন চাইবেন তখনই তা দেওয়া সম্ভব। তবে শিল্পমহলের মত, শুধু জমি না, পরিকাঠামো উন্নয়নের দিকে এখনই নজর না দেওয়া হলে এরাজ্যে শিল্পে খরা কাটানো অসম্ভব।

শিল্পমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বেঙ্গল চেম্বার অফ কমার্সে প্রথম বড় সম্মেলন অমিত মিত্রের। প্রবাসী বাঙালী শিল্পপতিদের নিয়ে এই সম্মেলনে বিনিয়োগ টানায় চেষ্টার ত্রুটি রাখলেন না নতুন শিল্পমন্ত্রী। সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন জমি ইস্যুকে।

অমিত মিত্র বললেন, ৩,২৩৬একর জমি আছে, যখন চাইবেন পাবেন।

ছোট শিল্পের জন্য ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমি। আর বড় শিল্পের জন্যেও বেশ কয়েকটি জায়গার কথা বলেন তিনি। সেই সঙ্গে আইটিআই অধিগ্রহণের আহ্বানও জানালেন তিনি। রাজ্যের শিল্পায়নে পরামর্শও দিতে বললেন অমিত মিত্র।

.