উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘেরাও
টানা ২২ ঘণ্টা পর উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘেরাও। গতকাল বিকেল থেকে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণার দাবিতে কর্তৃপক্ষকে ঘেরাও করে রেখেছিল তিন ছাত্র সংগঠনের সমর্থকেরা। প্রায় ২২ ঘণ্টা ঘেরাও ছিলেন উপাচার্য, রেজিস্ট্রার, ডিনসহ এক্সিকিউটিভ কমিটির সদস্যরা।
টানা ২২ ঘণ্টা পর উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘেরাও। গতকাল বিকেল থেকে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণার দাবিতে কর্তৃপক্ষকে ঘেরাও করে রেখেছিল তিন ছাত্র সংগঠনের সমর্থকেরা। প্রায় ২২ ঘণ্টা ঘেরাও ছিলেন উপাচার্য, রেজিস্ট্রার, ডিনসহ এক্সিকিউটিভ কমিটির সদস্যরা।
তৃণমূল ছাত্র পরিষদ বাদ দিয়ে প্রায় সবকটি ছাত্র সংগঠনই অংশ নিয়েছিল এই ঘেরাও-এ। ছাত্র সংসদ নির্বাচনের উপযুক্ত পরিবেশ থাকলেও কেন নির্বাচনের দিন ঘোষণা করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্র সংগঠনগুলি। একইসঙ্গে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষামন্ত্রীর জারি করা স্থগিতাদেশ কোনও ভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
অন্যদিকে এই প্রসঙ্গে রাজ্যপাল এম কে নারায়ণ জানিয়েছেন তিনি ঘেরাওয়ের বিপক্ষে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে থেকে শুরু হয় ঘেরাও।