বিক্ষোভে উত্তাল পরিচালন কমিটির বৈঠক

অর্ডিনান্সের মাধ্যমে মনোনিত বিশ্ববিদ্যালয় পরিচালত কমিটির প্রথম বৈঠক চলাকালীনই বিক্ষোভে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সকাল থেকে অরবিন্দ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সোচ্চার কর্মচারী ও ছাত্র সংসদ আফসু।

Updated By: Dec 21, 2011, 05:29 PM IST

অর্ডিনান্সের মাধ্যমে মনোনিত বিশ্ববিদ্যালয় পরিচালত কমিটির প্রথম বৈঠক চলাকালীনই বিক্ষোভে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সকাল থেকে অরবিন্দ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সোচ্চার কর্মচারী ও ছাত্র সংসদ আফসু। বর্তমান রাজ্য সরকারের জারি করা অর্ডিনান্স প্রত্যাহারের দাবিতেই আন্দোলনে সামিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সবকটি ছাত্র সংগঠন। যদিও এই ইস্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলাদা আলাদা ভাবে ডিপুটেশন জমা দিয়েছে এসএফআই, ইউএসডিএফ, আইএসআইএ এবং এআইডিএসও। তবে আন্দোলনের সময় আফসু-র নেতৃত্বে একমঞ্চে সামিল হয়েছে সবাই। আগের সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালন কমিটি গঠন করত। অথচ নতুন সরকার অর্ডিনান্স জারি করে মনোনিত সদস্যদের নিয়ে দ্য কোর্ট এবং এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করেছে। এরই প্রতিবাদে আন্দোলনে নেমেছে কর্মী ও ছাত্র সংগঠন।

.