TMC: ২১টি মৃত্যুর ঘটনার ১৬টিই তৃণমূল কর্মীর? 'ভোট-হিংসা'য় পাল্টা দাবি Jago Bangla-য়

পরবর্তী আইনি পদক্ষেপে তা আরও নিশ্চিত হবে, লেখা হল তৃণমূল মুখপত্রে (Jago Bangla)।  

Updated By: Aug 21, 2021, 07:52 PM IST
TMC: ২১টি মৃত্যুর ঘটনার ১৬টিই তৃণমূল কর্মীর? 'ভোট-হিংসা'য় পাল্টা দাবি Jago Bangla-য়

নিজস্ব প্রতিবেদন: 'ভোট পরবর্তী হিংসা' মামলায় হাইকোর্টের জোড়া রায় নিয়ে উদ্বিগ্ন নয় তৃণমূল (TMC)। দলের মুখপত্র 'জাগো বাংলা'র (Jago Bangla) সম্পাদকীয়তে এমনটাই লেখা হয়েছে। 

শনিবার 'জাগো বাংলা'র (Jago Bangla) সম্পাদকীয় কলমে লেখা হয়েছে,'নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে একটি মামলায় কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছেন। রায় ইতিমধ্যে সবাই জানেন। প্রাথমিক প্রতিক্রিয়া এবং একাংশের মিডিয়ার প্রাথমিক উপস্থাপনায় বিষয়টি নিয়ে বিজেপির বড় বড় কথা নজরে আসছিল। আমরা বলেছিলাম, শীর্ষনেতৃত্ব দেখছেন। গোটা রায় খতিয়ে দেখে জানানো হবে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যা বলার যথাসময়ে বলবেন। আইনেও যা যা করণীয় করা হবে। কিন্তু এটুকু আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি তৃণমূল এতটুকু উদ্বিগ্ন নয়।'

নবান্নের একটি সূত্র উদ্ধৃত করে Zee ২৪ ঘণ্টা ডিজিটাল খবর করেছিল, মানবাধিকার কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানাগুলির কাছ থেকে তথ্য চাওয়া হয়েছিল। সেই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে জাগো বাংলায়। লেখা হয়েছে,'ভোট-পরবর্তী সন্ত্রাস’-এর ঘটনায় তৃণমূল কর্মীরাও যে রাজ্যজুড়ে খুন হয়েছেন, তা উঠে এসেছে দলীয় মুখপত্রের সম্পাদকীয় স্তম্ভে। লেখা হয়েছে,'২১টি মৃত্যুর ঘটনার ১৬টিই তৃণমূলকর্মীর, কেন উদ্বিগ্ন হব আমরা? তদন্ত হোক। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট বিজেপি-র দলীয় ইস্তেহার। ইতিমধ্যে হাইকোর্ট তার ১০ রকম ভুল ধরেছে। পরবর্তী আইনি পদক্ষেপে তা আরও নিশ্চিত হবে।'  

ভোটের আগে হিংসার ঘটনা ঘটেছে। তখন আইনশৃঙ্খলা ছিল কমিশনের হাতে। এ কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন মমতা। 'জাগো বাংলা'য় লেখা হয়েছে,'নির্বাচন কমিশনের দায়িত্বে থাকার সময় তাদের পছন্দের পুলিশ প্রশাসনের কর্তাদের নিয়ন্ত্রণাধীন সময়ে যদি কিছু হয়ে থাকে, তার দায় রাজ্য সরকারের ঘাড়ে চাপানো হবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে পরিস্থিতি শান্ত।' আদালতের এই রায়ের সঙ্গে রাজ্যের জনজীবনের কোনও সম্পর্ক নেই বলে মনে করে তৃণমূল। তাদের অভিমত,'তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের কর্মসূচি চলছে চলবে। বাকিটা রাজ্য সরকার ও দলের শীর্ষ নেতৃত্ব বুঝে নেবেন।'

আরও পড়ুন- Opposition Meet: বিরোধী জোটের নেতা কে? ১৯ দলের বৈঠকে বাতলে দিলেন Mamata

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.