নবান্নে পুলিসের হাতে আক্রান্ত সাংবাদিকরা, হাওড়ার পুলিস কমিশনারের সামনেই মার খেয়ে মাথা ফাটল চিত্র সাংবাদিকের

ছবি তোলাকে কেন্দ্র করে নবান্নে পুলিসের হাতে মার খেয়ে মাথা ফাটল এক সাংবাদিকের। হাওড়ার পুলিস কমিশনার অজয় রানাডের সামনেই মার খেলেন সাংবাদিকরা। আহত চিত্রসাংবাদিক ভাস্কর মুখার্জির হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত হাওড়ার ডেপুটি কমিশনার তন্ময় রায়।

Updated By: Jan 2, 2014, 05:46 PM IST

ছবি তোলাকে কেন্দ্র করে নবান্নে পুলিসের হাতে মার খেয়ে মাথা ফাটল এক সাংবাদিকের। হাওড়ার পুলিস কমিশনার অজয় রানাডের সামনেই মার খেলেন সাংবাদিকরা। আহত চিত্রসাংবাদিক ভাস্কর মুখার্জির হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত হাওড়ার ডেপুটি কমিশনার তন্ময় রায়।

প্রশাসনিক ক্যালেন্ডার অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নেমে আসেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। তখন ছবি তোলার জন্য এগিয়ে যান চিত্র সাংবাদিকরা। সেসময়ই হাওড়ার অতিরিক্ত ডেপুটি কমিশনার তন্ময় রায়ের নেতৃত্বে সাংবাদিকদের ওপর চড়াও হন পুলিসকর্মীরা। ঘটনার পরই রাজ্যপালের কাছে সাংবাদিকরা অভিযোগ জানান। বিষয়টি খতিয়ে দেখতে মুখ্যসচিব এবং পুলিস কমিশনারকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।

.