ভোটব্যাঙ্ক আগে না দেশ? আপনি যাচ্ছেন দিদি, আমরা আসছি, দেওয়াল লিখন স্পষ্ট: নাড্ডা
২০২১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বিজেপি। লোকসভা ভোটে ১৮ আসনপ্রাপ্তির পর সেই স্বপ্ন আরও গতি পেয়েছে।
নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার সময় হয়ে গিয়েছে। বাংলায় বিজেপি আসছে। ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার নিয়ে সল্টলেকে জন জাগরণ সভায় 'দেওয়াল লিখন' স্পষ্ট করলেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা।
কার্যকরী সভাপতি হওয়ার পর প্রথমবার রাজ্যে পা রাখলেন জেপি নাড্ডা। আর পা রেখেই মমতার বিরুদ্ধে ভোটব্যাঙ্কের রাজনীতির অভিযোগ তুললেন জেপি নাড্ডা। প্রশ্ন করলেন, জাতীয়স্বার্থের আগে কি ভোটব্যাঙ্ক আপনার অগ্রাধিকার?
এদিন জেপি নাড্ডা বলেন,''সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সময় থেকে ৩৭০ অনুচ্ছেদের বিরোধিতা করে আসছি। ১৯৫২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অবস্থানের বদল করেনি একটাই দল, ভারতীয় জনতা পার্টি। রাজ্যসভায় বিরোধী দলগুলিকেও ধন্যবাদ দিতে চাই। ওদের কাছে দেশই অগ্রাধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এমন রাজনীতি করছেন? কোথায় নিয়ে যেতে চান দেশকে? ''
২০২১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বিজেপি। লোকসভা ভোটে ১৮ আসনপ্রাপ্তির পর সেই স্বপ্ন আরও গতি পেয়েছে। এদিন নাড্ডার ভাষণেও উঠে এসেছে সে কথা। তিনি বলেন,''আপনার যাওয়ার সময় চলে এসেছে। দেওয়াল লিখন স্পষ্ট, আপনি যাচ্ছেন, আমরা আসছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে।''
নাড্ডা আরও বলেন,''রাজনীতিতে ধৈর্য্য রাখা দরকার। বিনাশকালে বিপরীত বুদ্ধি! ভোটব্যাঙ্কের রাজনীতিকে দেশের থেকে অগ্রাধিকার দিলেন মমতা। ওনার কাছে জবাব চান বিজেপি কর্মীরা। আপনাদের আটকানোর শক্তি নেই ওনার।''
শনিবার মহালয়ায় বিজেপির নিহত কর্মীদের উদ্দেশে তর্পণ কর্মসূচি নিয়েছে বিজেপি। ওই কর্মসূচিতে সামিল হবেন জেপি নাড্ডাও। ১ অক্টোবর রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
আরও পড়ুন- শিবজ্ঞানে জীবসেবা, বিশ্বমঞ্চে ভারতের প্রাচীন সনাতনী সংস্কৃতির জয়গান মোদীর