Justice Abhijit Ganguly: অবসরের আগেই পদত্যাগ করছেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়, যোগ দিচ্ছেন রাজনীতিতে!

Justice Abhijit Ganguly: কেন তিনি পদত্যাগ করছেন তা এখনও স্পষ্ট নয়। তবে কি তিনি রাজনীতিতে যোগ দিতে চাইছেন? সেটা সম্ভবত বোঝা যাবে মঙ্গলবার। তবে বিষয়টি একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও মেন করছে কোনবও কোনও মহল।

Updated By: Mar 3, 2024, 03:21 PM IST
Justice Abhijit Ganguly: অবসরের আগেই পদত্যাগ করছেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়, যোগ দিচ্ছেন রাজনীতিতে!

অর্নবাংশু নিয়োগী: নিয়োগ মামলায় তাঁর একের পর এক রায়ে বিপাকে পড়েছে রাজ্য সরকার। তাঁর রায়ে কখনও সিবিআই, কখনও অন্য কোনও তদন্ত সংস্থা তদন্তেও নেমেছে। কখনও আবার তাঁর রায় বাতিল হয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের সেই নজরকাড়া বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় তাঁর মেয়াদ শেষের আগেই অবসর নিচ্ছেন।

আরও পড়ুন-তালিকা ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ধাক্কা, আসানসোলে লড়তে নারাজ বিজেপি প্রার্থী

জানা যাচ্ছে আগামী মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন রাষ্ট্রপতির কাছে। আগামী ৩০ আগস্ট তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। কেন তিনি পদত্যাগ করছেন তা এখনও স্পষ্ট নয়। তবে কি তিনি রাজনীতিতে যোগ দিতে চাইছেন? সেটা সম্ভবত বোঝা যাবে মঙ্গলবার। তবে বিষয়টি একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও মনে করছে কোনও না কোনও মহল। কারণ তিনি আগেও বলেছেন তিনি মানুষের হয়েই লড়াই করবেন।

অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের আগাম অবসর নিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, কোন প্রেক্ষিতে তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন তা বোঝার ক্ষমতা আমার নেই। অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের উজ্জবল উপস্থিতি অনেক প্রতারিত, ব্যথিত মানুষ মনে রাখবে। কখনও কখনও তাঁর কঠোর অবস্থান, কখনও বিচারপতির গন্ডির বাইরে গিয়েও মানুয যে তাঁর মানবিক মুখের দর্শন পেয়েছে তা বহুদিন প্রতারিত মানুষজন, ছাত্রছাত্রীরা মনে রাখবে। এনিয়ে তিনিই আলোকপাত করতে পারেন।

অন্যদিকে, তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, এর আগে বহুবার উনি ইঙ্গিত দিয়েছিলেন। তাতে আগামী দিন রাজনীতিতেও তিনি আসতে পারেন। আমরা বারবার বলেছি, বিচারপতির আসনকে কলুষিত করবেন না। বিচারপতির আসেন বসে রাজনৈতিক মন্তব্য় করবেন না। শুনতে পাচ্ছি কিছুদিন পরেই ওঁর অবসর নেওয়ার কথা। আমরা চাই উনি রাজনীতিতে যোগ দিন। সুপ্রিম কোর্ট যেমন ওঁর রায় বাতিল করেছে তেমনি বাংলার মানুষও তার মতাদর্শ বাতিল করবে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.