এবার সুমনের গানে শিলাদিত্য
আবার গর্জে উঠলেন কবীর সুমন। `মাওবাদী` তকমায় শিলাদিত্য চৌধুরীর গ্রেফতারের প্রতিবাদে তীব্র ব্যঙ্গ ঝড়ে পড়ল গানওলার গিটার থেকে। `মাওবাদী` শিলাদিত্যকে মুখ্যমন্ত্রীর `হাতেনাতে` ধরাকে ব্যক্ত করতে প্যারোডিকেই বেছে নিয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ।
আবার গর্জে উঠলেন কবীর সুমন। `মাওবাদী` তকমায় শিলাদিত্য চৌধুরীর গ্রেফতারের প্রতিবাদে তীব্র ব্যঙ্গ ঝড়ে পড়ল গানওলার গিটার থেকে। `মাওবাদী` শিলাদিত্যকে মুখ্যমন্ত্রীর `হাতেনাতে` ধরাকে ব্যক্ত করতে প্যারোডিকেই বেছে নিয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ। গানের কথা নিজে লিখলেও সুর সৌজন্যে এবার রবি ঠাকুর। `মম চিত্তে` গানের সুরে কথা বসিয়েই নিজের প্রতিবাদ জানিয়েছেন সুমন। গানের শেষে রয়েছে রবি ঠাকুরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনও।
গত ৮ অগাস্ট বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর জনসভায় সারের দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাতে গিয়েছিলেন শিলাদিত্য চৌধুরী। তারপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে গ্রেফতার করে বেলপাহাড়ি থানার পুলিস। অভিযোগ, শিলাদিত্য নাকি `মাওবাদী`। শিলাদিত্যর গ্রেফতারের পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে দেশে। প্রতিবাদের পুরস্কার স্বরূপ তাঁর ভাগ্যে জুটেছে মাওবাদী তকমা! একই পুরস্কার জুটেছিল একটি বেসরকারি টিভি চ্যানেলের আলোচনাসভায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তানিয়া ভরদ্বাজের ভাগ্যেও। বারবার মুখ্যমন্ত্রীর আচরণে কবীর সুমনের গানের কলিতে উঠে এসেছে তীব্র ঘৃণা মিশ্রিত বিদ্রুপ, "প্রতিবাদী মাওবাদী হতে বাধ্য..."।
এর আগেও বার বারই সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে গান লিখেছেন গায়ক-সাংসদ কবীর সুমন। অনেক ক্ষেত্রেই যা অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দলকে। জাগরী বাস্কে, দময়ন্তী সেন, নোনডাঙা, পিঙ্কি প্রামাণিক সকলের জন্যই গান বেঁধেছেন কবীর সুমন। শিলাদিত্যর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আর এবারে তো রাজ্যবাসীকে পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রীর `পরিবর্তন`কেও কটাক্ষ করেছেন সুমন। "পরিবর্তন গলাকর্তন প্রতিপাদ্য, গলা কই কই, গলা কই কই ..."।