আগামী ২৪ ঘণ্টায় কালবৈশাখীর সতর্কতা জারি

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আজ সন্ধে থেকে আগামিকাল সকাল পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় কালবৈশাখী হতে পারে।

Updated By: Apr 10, 2012, 05:18 PM IST

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আজ সন্ধে থেকে আগামিকাল সকাল পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় কালবৈশাখী হতে পারে। মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই রাজ্যে কালবৈশাখীর দাপট বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেক্ষেত্রে কালবৈশাখীর গতিবেগ হতে পারে ৫০ থেকে ৬০ কিমি।
কালবৈশাখীর সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং শিলিগুড়িতে। কালবৈশাখীর প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে।  

.