হাওড়ায় খুন হয়ে গেল কালীঘাটের হামলাকারী
হাওড়ায় খুন হয়ে গেল কালীঘাটের হামলাকারী। টেম্বল রোডের অভিজাত আবাসনে শনিবার রাতে হামলা চালায় এক ব্যক্তি। আজ তার দেহ মিলল হাওড়ার গোলাবাড়ির এক গেস্ট হাউসে। একটি অপরাধের সুতোয় জুড়ে গেল গঙ্গার দুই পাড়। টানটান সিরিয়াল ক্রাইম।
Updated By: Feb 12, 2017, 07:38 PM IST