প্রাক্তন মেয়র কমল বসু প্রয়াত
প্রয়াত হলেন কলকাতার প্রাক্তন মেয়র কমলকুমার বসু। আজ সকালে কলকাতার এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪। গত ১০ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মেয়রকে। সেরিব্রো ভাসকুলার নিউমোনিয়া সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। কোমায় চলে গিয়েছিলেন তিনি।
প্রয়াত হলেন কলকাতার প্রাক্তন মেয়র কমলকুমার বসু। আজ সকালে কলকাতার এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪। গত ১০ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মেয়রকে। সেরিব্রো ভাসকুলার নিউমোনিয়া সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। কোমায় চলে গিয়েছিলেন তিনি।
আজ বেলা একটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কমলকুমার বসু। ১৯৫২ সালে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কলকাতা পুরসভার মেয়র ছিলেন কমলকুমার বসু। দীর্ঘদিন রাজ্য স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন তিনি।
আজ তাঁর মরদেহ নার্সিংহোমেই রাখা থাকবে। আগামিকাল দেহ আনা হবে তাঁর শ্যামবাজারের বাড়িতে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হতে পারে কলকাতা পুরসভায়। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে সিপিআইএম সদর কার্যালয় মুজফ্ফর আহমেদ ভবনে। মরণোত্তর দেহদান করে গিয়েছেন কমলকুমার বসু।