পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নিলেন কেশরী নাথ ত্রিপাঠি

রাজ্যপাল পদে শপথ নিলেন কেশরীনাথ ত্রিপাঠী। বেলা দেড়টায় রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন রাজ্যের নতুন রাজ্যপাল।  শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি বাম এবং কংগ্রেস বিধায়করা। রাজ্যের সাতাশতম রাজ্যপাল হলেন কেশরীনাথ ত্রিপাঠী। তাঁকে শপথবাক্য পাঠ করান হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায়।

Updated By: Jul 24, 2014, 02:30 PM IST
পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নিলেন কেশরী নাথ ত্রিপাঠি

কলকাতা: রাজ্যপাল পদে শপথ নিলেন কেশরীনাথ ত্রিপাঠী। বেলা দেড়টায় রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন রাজ্যের নতুন রাজ্যপাল।  শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি বাম এবং কংগ্রেস বিধায়করা। রাজ্যের সাতাশতম রাজ্যপাল হলেন কেশরীনাথ ত্রিপাঠী। তাঁকে শপথবাক্য পাঠ করান হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায়।

গতকাল শহরে এসে পৌঁছান নতুন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। পরিবারের অন্য সদস্যদের নিয়ে হাওড়া স্টেশনে এসে পৌঁছন নতুন রাজ্যপাল। তাঁকে অভ্যর্থনা জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র এবং রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র।

হাওড়া স্টেশনেই নতুন রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হয়। বিহারের রফিগঞ্জে মাওবাদী হামলার কারণে প্রায় ছয় ঘণ্টা পর কলকাতায় পৌছন নতুন রাজ্যপাল।  

 

.