কিংফিশারের সব উড়ান বাতিল কলকাতায়

কলকাতা থেকে তাদের সব উড়ান বাতিল করল কিংফিশার এয়ারলাইন্স। শনিবার শহর থেকে তাদের জাতীয় ও আন্তর্জাতিক সব উড়ান বাতিল করার সিদ্ধান্ত নেয় সংস্থা। বকেয়া বেতনের দাবিতে শুক্রবার ধর্মঘট শুরু করেন কলকাতায় কিংফিশারের কর্মীরা।

Updated By: Feb 19, 2012, 09:39 AM IST

কলকাতা থেকে তাদের সব উড়ান বাতিল করল কিংফিশার এয়ারলাইন্স। শনিবার শহর থেকে তাদের জাতীয় ও আন্তর্জাতিক সব উড়ান বাতিল করার সিদ্ধান্ত নেয় সংস্থা। বকেয়া বেতনের দাবিতে শুক্রবার ধর্মঘট শুরু করেন কলকাতায় কিংফিশারের কর্মীরা। ধর্মঘটের জেরেই উড়ান বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। কর্মীদের অভিযোগ, গত বছর ডিসেম্বর থেকেই তাঁরা বেতন পাচ্ছেন না।
অপরদিকে, এতগুলি উড়ান বাতিলের ফলে চরম দূর্ভোগের সম্মুখীন হন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, আগে থেকে কিছু না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। প্রবল ঋণের ভারে জর্জরিত কিংফিশার এমনিতেই প্রচুর উড়ান বাতিল করেছে। সংস্থা সূত্রে খবর, ২৪০ উড়ানের মধ্যে মাত্র ১৬০ থেকে ১৮০টি বিমান চলাচল করছে।

.