অভিনব অঙ্গ-প্রতিস্থাপন হল কলকাতায়
ব্রেন ডেথের পর এক ব্যক্তির কিডনি প্রতিস্থাপিত হল দুই যুবকের দেহে। এসএসকেএম হাসপাতালে এই সফল অস্ত্রোপচারের পর দুই যুবকের অবস্থা স্থিতিশীল। এই ধরনের কিডনি প্রতিস্থাপন পূর্ব ভারতে প্রথম বলে জানিয়েছেন নেফ্রলজি বিভাগের প্রধান।
ব্রেন ডেথের পর এক ব্যক্তির কিডনি প্রতিস্থাপিত হল দুই যুবকের দেহে। এসএসকেএম হাসপাতালে এই সফল অস্ত্রোপচারের পর দুই যুবকের অবস্থা স্থিতিশীল। এই ধরনের কিডনি প্রতিস্থাপন পূর্ব ভারতে প্রথম বলে জানিয়েছেন নেফ্রলজি বিভাগের প্রধান।
নদিয়ার বাসিন্দা বিমল কর্মকার কয়েকদিন আগে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন। মাথায় গুরুতর আঘাত লাগে। কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়। শুক্রবার ভোর রাতে তাঁর ব্রেন ডেথ হয়ে যায়। নার্সিংহোমের চিকিত্সক সৌরভ কোলে বিমল করের পরিবারকে বোঝান, এই অবস্থায় তাঁর অঙ্গপ্রতঙ্গ যদি দান করা যায়, তাহলে তা অন্যজনের কাজে লাগবে। সম্মত হন বিমল বাবুর পরিবারের সদস্যরা।
আইনী প্রক্রিয়ার পর শুক্রবার রাতে বিমল কর্মকারকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই শুরু হয় অস্ত্রোপচার। বিমল কর্মকারের দেহ থেকে কিডনি দুটি নিয়ে দুই যুবকের দেহে প্রতিস্থাপিত করা হয়। দশ ঘণ্টার অস্ত্রোপচারের পর দুই যুবকের অবস্থা স্তিতিশীল।
সাধারণত টাকার প্রয়োজনে কিডনি দান করেন দাতারা। যা আইনানুগ নয়। তাছাড়া দাতার শরীরে ভবিষ্যতে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। সেকারণে ব্রেন ডেথের পর কিডনি বা অন্য অঙ্গ-প্রতঙ্গ দান করা নিয়ে সচেতনতা তৈরি বিশেষ জরুরি বলে মনে করেন গণদর্পনের সম্পাদক।