KMC: কেকেআর-এর ৩ কোটি টাকা মকুব করে দিল কলকাতা পুরসভা...
সারা দেশে একই নিয়ম। আইপিএল সময়ে পুরসভাকে বিনোদন কর দিতে হয় ফ্রাঞ্চাইজিগুলিকে। ব্যতিক্রম নয় কলকাতা নাইট রাইডার্স বা KKR।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘদিন ধরেই বকেয়া ছিল। এমনকী, জরিমানা-সহ করের ৭ কোটি টাকা চেয়ে চিঠিও দেওয়া হয়েছিল। KKR-এর ৩ কোটি টাকা শেষপর্যন্ত মকুব করে দিল কলকাতা পুরসভা।
সারা দেশে একই নিয়ম। আইপিএল সময়ে পুরসভাকে বিনোদন কর দিতে হয় ফ্রাঞ্চাইজিগুলিকে। ব্যতিক্রম নয় কলকাতা নাইট রাইডার্স বা KKR। শাহরুখ খানের টিমের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন। কলকাতা পুরসভার দাবি, প্রতিবছরই ইডেনে ম্যাচ আয়োজনের জন্য় বিনোদন কর বাবদ বিল ধরানো হয় KKR-র। কত টাকার? প্রায় ৬৮ লক্ষ। কিন্তু পুরো টাকা পাওয়া যায় না!
বিনোদন কর বাবদ এখন বকেয়া ৩ কোটি ৭৩ লক্ষ ৬৫ হাজার টাকা। সঙ্গে সুদ আরও ৩ কোটি ৩২ লক্ষ ৪২ হাজার আর জরিমানা ৫০ হাজার। সম্প্রতি বকেয়া টাকা চেয়ে KKR কর্তৃপক্ষকে চিঠিও দেয় কলকাতা পুরসভা। তাহলে কেন ৩ কোটি টাকা মকুব? পুরসভার দাবি, শহরে খেলা, সার্কাস বা সামাজিক অনুষ্ঠানের জন্য় বিনোদন কর ধার্য করার আইন আছে। কিন্তু সেই করের উপর সুদ আদায়ের কোনও আইনি সংস্থা নেই।
আইপিএলের জন্য ২ কোটির টাকার মতো বিনোদন কর অবশ্য মিটিয়ে দিয়েছে KKR। বস্তুত, কলকাতা পুরসভার কমিশনারের সঙ্গে বৈঠকও করেন কলকাতা নাইট রাইডার্স কর্তারা। সূত্রের খবর, সেই বৈঠকে করের উপর অনেক ছাড়া দেওয়া হলেও, বকেয়া রয়ে গিয়েছে এখনও।
আরও পড়ুন: Mamata On Nusrat: অভিযোগ প্রমাণের আগেই অভিযুক্ত? নুসরতের পাশে মমতা!