পঞ্চমীর ভোরেই বৃষ্টিতে ভিজল শহর, ষষ্ঠীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস!

এবার পুজোয় দুর্যোগের ভ্রুকূটি কিন্তু থাকছেই।  

Updated By: Oct 3, 2019, 07:17 AM IST
পঞ্চমীর ভোরেই বৃষ্টিতে ভিজল শহর, ষষ্ঠীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস!

নিজস্ব প্রতিবেদন: আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস ছিলই। এবার পুজোয় ''অসুর বৃষ্টির'' বিক্ষিপ্ত হানা থাকবেই। চতুর্থীতে রোদ-ঝলমলে থাকলেও, পঞ্চমীর ভোর থেকেই বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। প্রথমে মেঘের গর্জন আর তারপর কাকভোর থেকেই শুরু হয় বজ্র-বিদ্যুত্ সহ বৃষ্টি।

সকাল সাতটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৫.৯ মিমি। আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ এবং আগামিকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাত্ এবার পুজোয় দুর্যোগের ভ্রুকূটি কিন্তু থাকছেই।  

আরও পড়ুন - উত্তর কলকাতায় মেট্রোয় ঠাকুরদেখা, কোন কোন স্টেশনে নামলে কী দেখবেন? জেনে নিন

ষষ্ঠী থেকে অর্থাত্ দেবীর বোধনের দিন থেকেই বিক্ষিপ্তভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস।  তবে নবমী থেকে পরিস্থিতি বদলাতে পারে এমন পূর্বাভাসও রয়েছে আলিপুর হাওয়া অফিসের। নবমী থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, যা চলবে দশমী পর্যন্ত। পুজোর দিনগুলো কেমন কাটবে তৈরি হচ্ছে সেই আশঙ্কা!

আরও পড়ুন - দক্ষিণ কলকাতায় মেট্রোয় ঠাকুরদেখা, কোন কোন স্টেশনে নামলে কী দেখবেন? জেনে নিন

 

.