Suvendu Adhikari: "শাসকদল বসেছিল বলেই কি একই জায়গায় পালটা ধরনায় বসতে হবে?" হাইকোর্টের প্রশ্নের মুখে শুভেন্দু!

 বিচারপতি সিনহা বলেন, "একজনকে যদি ভুল করে বা অন্যায়ভাবে কিছু দেওয়া হয়, তার মানে এই নয় যে অন্য কোনও ব্যক্তিরও তার ওপর অধিকার জন্মায়।

Updated By: Jun 19, 2024, 04:58 PM IST
Suvendu Adhikari: "শাসকদল বসেছিল বলেই কি একই জায়গায় পালটা ধরনায় বসতে হবে?" হাইকোর্টের প্রশ্নের মুখে শুভেন্দু!

অর্ণবাংশু নিয়োগী: রাজভবনের উলটোদিকে ধরনায় বসতে চান শুভেন্দু অধিকারী। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে নিয়ে এই ধরনায় বসতে চান শুভেন্দু অধিকারী। ধরনায় বসার জন্য তাই আদালতের কাছে অনুমতি চাইতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই অনুমতি চাইতে গিয়েই কলকাতা হাইকোর্টে পালটা প্রশ্নের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। "শাসকদল ধরনা দিয়েছিল বলেই কি সেখানে পালটা অবস্থানে বসতে হবে?" জানতে চান হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। মামলা দায়েরের অনুমতি দেওয়ার পাশাপাশি এই ধরনায় বসার জন্য মামলাকারীকে বিকল্প জায়গার সন্ধানও করতে বলেছেন তিনি।  

প্রসঙ্গত, ১৪৪ ধারা অমান্য করে গত বছর অক্টোবর মাসে রাজভবনের সামনে ধরনায় বসে তৃণমূল। সেই ঘটনায় উপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে পুলিস কী ব্যবস্থা নিয়েছিল? এদিন রাজ্যের কাছে তা জানতে চায় আদালত। আগামী শুক্রবারের মধ্যে রাজ্যকে জানানোর নির্দেশ। এপ্রসঙ্গে আগামী ২১ জুন পরবর্তী শুনানি। এরমধ্যে বিকল্প জায়গা নিয়ে নিজেদের অবস্থান জানাবেন শুভেন্দু অধিকারী। এদিন আদালতে শুভেন্দু অধিকারীর আইনজীবী সওয়াল করেন, "রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন রাজ্যপালের সামনে আমরা প্রতীকী অবস্থানে বসতে চাইছি। শান্তিপূর্ণভাবে এই অবস্থান করতে চাইছে বিজেপি। কিন্তু প্রশাসনিক কারণ দেখিয়ে আমাদের আবেদন বাতিল করা হয়েছে। কী এই প্রশাসনিক কারণ? ১৪৪ ধারা? ১৪৪ ধারার কারণেই যদি আমাদের আবেদন বাতিল হয়ে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসকে কেন অনুমতি দেওয়া হয়েছিল?"

যার উত্তরে বিচারপতি সিনহা বলেন, "একজনকে যদি ভুল করে বা অন্যায়ভাবে কিছু দেওয়া হয়, তার মানে এই নয় যে অন্য কোনও ব্যক্তিরও তার ওপর অধিকার জন্মায়। কিন্ত এটা কোনও দুজন ব্যক্তির মধ্যে কলহ নয়। এটা দুটি রাজনৈতিক দলের মধ্যেকার বিতর্ক।" এরপরই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, "যে দল ওখানে ১৪৪ ধারা অমান্য করে ৫ দিন অবস্থান বিক্ষোভ করল, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছে পুলিস?" একইসঙ্গে বিজেপির কাছে জানতে চান, "অবস্থান বিক্ষোভ করার অধিকার সকলের আছে। কিন্তু ওখানেই কেন করতে হবে?"

আরও পড়ুন, Unconfirmed Tickets | Indian Railways: কনফার্ম টিকিট না নিয়ে ট্রেনে? এবার আপনাকে 'ঘাড়ধাক্কা' দিয়ে নামিয়ে দিতে পারে RPF-GRP!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.