ছিনতাই মামলায় অস্বস্তি বাড়ল মুকুল রায়ের, কণ্ঠস্বর পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

আগামি ১০ জানুয়ারি মুকুল রায়ের ভয়েস টেস্টের নির্দেশ  বিচারপতির।

Reported By: শ্রাবন্তী সাহা | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Dec 12, 2019, 01:39 PM IST
ছিনতাই মামলায় অস্বস্তি বাড়ল মুকুল রায়ের, কণ্ঠস্বর পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন : বড়বাজার ছিনতাই মামলায়  কন্ঠস্বর পরীক্ষা করা হবে মুকুল রায়ের (Mukul Roy)। নিম্ন আদালতের নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট।

২০১৮ সালের জুলাই মাসে বড়বাজারের কল্যাণ রায় বর্মণের কাছ থেকে  ৯০ লাখ টাকা উদ্ধার  হয়। পুলিসের দাবি, তার আগেই ওই ব্যক্তি মুকুল রায়ের সঙ্গে কথা বলছিলেন। ৪ ফ্রেব্রুয়ারি কলকাতা পুলিস মুকুল রায়ের কন্ঠস্বর পরীক্ষার আর্জি জানায়। নিম্ন আদালত সেই নির্দেশ দিলে তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন BJP নেতা। আজ ছিল শুনানি । আজ বিচারপতি রাজশেখর মান্থা বেশ কিছু আইনি সমস্যার সমাধানের জন্য মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। পাশাপাশি আগামি ১০ জানুয়ারি মুকুল রায়ের ভয়েস টেস্টের নির্দেশ দেন।

আরও পড়ুন, ATM জালিয়াতি : বিট কয়েনের মাধ্যমে টাকা লেনদেন, জেরায় কবুল ধৃত রোমানিয়ানের

সিলড কভারে কণ্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি, আরও নির্দেশ দিয়েছেন, কণ্ঠস্বরের নমুনা অন্য কোনও তদন্তে ব্যবহার করা যাবে না। মুকুল রায়ের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত জানিয়েছেন, "প্রধান বিচারপতি অন্য যে বিচারপতিকে মামলাটি শোনার জন্য পাঠাবেন, তার উপরই নির্ভর করবে ওই সিলড কভার তদন্তকারী অফিসার খুলতে পারবেন কি না।"

.