শীতের পশম মোড়া বড়দিনের অপেক্ষায় কলকাতা

কনকনে ঠান্ডার সঙ্গে হালকা কুয়াশা। এই নিয়েই বড়দিনকে বরণ করে নিতে চলেছে গোটা রাজ্য। রাতের আকাশ পরিস্কার থাকলে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতেও পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Updated By: Dec 24, 2011, 06:41 PM IST

ঘন কুয়াশা। সঙ্গে আকাশে মেঘের আনাগোনা। এভাবেই শুরু হল শনিবারের সকালটা। দিনভর ভালোভাবে দেখা মিলল না সূর্যের। বেলা শেষে আকাশ একটু পরিষ্কার হলেও সর্বোচ্চ তাপমাত্রা থেকে গেল স্বাভাবিকের অনেকটা নীচেই। আর তারই জেরে শনিবারও শীতটা বেশ ভালোই উপভোগ করলেন কলকাতাবাসী।
 
রবিবারই বড়দিন। সেদিন কীরকম থাকবে শীতের দাপট? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কুয়াশার হাত থেকে এখনই রেহাই মিলছে না। বজায় থাকবে শীতের স্থিতাবস্থা। রাতে আকাশ পরিস্কার থাকলে তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি নামতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
কার্যত দশদিন ধরে রাজ্যে জোরদার ব্যাটিং করছে শীত। শীতের এই লাগাতার পারফরম্যান্সের খতিয়ানও আবহাওয়া দফতরের কাছে বেশ অন্যরকম। গত দশ বছরে নাকি এরকম পরপর দশদিন ক্রিজে টিকেই থাকেনি শীত। ফলে সবমিলিয়ে এখনও টানা শীত সোহাগের সুযোগ পাবেন কলকাতাবাসী।

.