Kolkata Metro: সুড়ঙ্গে বিদ্যুৎ বিভ্রাট! চিন্তা নেই আটকে থাকার
এই প্রসঙ্গে মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেন, 'যদি বড় ধরণের কোনও বিদ্যুৎ বিভ্রাট (পাওয়ার ফেলিওর) হয়, সেক্ষেত্রে এটা একটা বিকল্প ব্যবস্থা থাকল’। নতুন এই সিস্টেম চালু হলে মেট্রোর আর্থিক সাশ্রয়ের সম্ভাবনাও থাকছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকলে এক বছরের মধ্যে নয়া এই ব্যবস্থা চালু হবে বলে জানানো হয়েছে মেট্রোর তরফে।
অয়ন ঘোষাল: সুড়ঙ্গে বিদ্যুৎ বিভ্রাট হলেও এবার চিন্তা নেই। ব্যাটারির সাহায্যে পরের স্টেশনে এগিয়ে যাবে মেট্রো।
বড় পদক্ষেপের পথে কলকাতা মেট্রো। সম্প্রতি কলকাতা মেট্রোর উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বর শাখায় মেট্রোকে ব্যাটারিতে চালানোর পথে হাঁটতে চলেছে কর্তৃপক্ষ। মেট্রোতে এবার বসানো হচ্ছে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বা BESS। এর ফলে বিশেষ কোনও মুহূর্তে ব্যাটারিতেও টেনে নিয়ে যাওয়া যাবে মেট্রোকে।
রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতা মেট্রো সবসময়ই পরিবেশ বান্ধব উপায়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিয়েছে। সেই ঐতিহ্য বজায় রেখে এবার মেট্রো রেলওয়ে উত্তর-দক্ষিণ করিডরের চারটি কৌশলগত স্থানে এই ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বসাতে চলেছে।
ইনভার্টার এবং অ্যাডভান্স কেমিস্ট্রি সেল (ACC) ব্যাটারির সমন্বয়ে গঠিত এই নতুন সিস্টেমটি হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন বা গ্রিড ফেলিওরের ক্ষেত্রে বিকল্প হিসেবে কাজ করতে সক্ষম।
আরও পড়ুন: Independence Day: স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি সম্পূর্ণ রেড রোডে
বিজ্ঞপ্তিতে আরও জানান হয়েছে নোয়াপাড়া, শ্যামবাজার, সেন্ট্রাল এবং যতীন দাস পার্ক সাবস্টেশনে ইনস্টল করা হবে সিস্টেমটি। এর ফলে সুড়ঙ্গের মধ্যে অর্থাৎ দু'টি স্টেশনের মাঝে হঠাৎ করে বিদ্যুৎ বিভ্রাট হলে সেটি ঠিক হওয়া পর্যন্ত আর যাত্রীদের অপেক্ষা করতে হবে না। এই ব্যবস্থার সাহায্যেই হাজার হাজার যাত্রীকে নিরাপদে পরবর্তী স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া যাবে।
বিশেষ এই ব্যাটারি রাতে চার্জ করা যাবে এবং বাণিজ্যিক সময়ে ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: JU Student Death: 'বিভিন্ন জায়গায় সিগারেটের ছ্যাঁকা, নির্মমভাবে মারধর করা হয়েছে স্বপ্নদীপকে'!
এই প্রসঙ্গে মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেন, 'যদি বড় ধরণের কোনও বিদ্যুৎ বিভ্রাট (পাওয়ার ফেলিওর) হয়, সেক্ষেত্রে এটা একটা বিকল্প ব্যবস্থা থাকল’।
নতুন এই সিস্টেম চালু হলে মেট্রোর আর্থিক সাশ্রয়ের সম্ভাবনাও থাকছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকলে এক বছরের মধ্যে নয়া এই ব্যবস্থা চালু হবে বলে জানানো হয়েছে মেট্রোর তরফে।