রাস্তা আটকে পুজোর ক্ষেত্রে আগের নিয়মই বহাল, জানাল কলকাতা পুলিস

বৃহস্পতিবার বেশ কয়েকটি সংবাদমাধ্যম নবান্ন সূত্র উদ্ধৃত করে দাবি করে, রাস্তা আটকে আর দুর্গাপুজো করা যাবে না।

Updated By: Jul 5, 2019, 05:13 PM IST
রাস্তা আটকে পুজোর ক্ষেত্রে আগের নিয়মই বহাল, জানাল কলকাতা পুলিস

নিজস্ব প্রতিবেদন: দুর্গা পুজো নিয়ে নতুন কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। সংবাদমাধ্যমের একাংশ বিভ্রান্ত ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাল কলকাতা পুলিস।

বৃহস্পতিবার বেশ কয়েকটি সংবাদমাধ্যম নবান্ন সূত্র উদ্ধৃত করে দাবি করে, রাস্তা আটকে আর দুর্গাপুজো করা যাবে না। কলকাতা পুলিস টুইটারে জানিয়েছে,'সংবাদমাধ্যমের একটা অংশ ও কয়েকজন ব্যক্তিস্বার্থ চরিতার্থ করে বিভ্রান্ত ছড়াচ্ছে। এবছর নতুন কিছুই করা হয়নি। গতবছর যে শর্তগুলির ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছিল, এবারও তেমনই হবে'।                 

গতকাল সংবাদমাধ্যমের একাংশ দাবি করেছিল, রাস্তা আটকে আর দুর্গাপুজোর অনুমোদন দেওয়া হবে। একডালিয়ার মতো কলকাতার বড় কয়েকটি পুজো রাস্তার উপরেই করা হয়। ফলে এমন খবরে ছড়ায় জল্পনা। এমনকি দাবি করা হয়, নবান্নে পুজো কমিটিগুলির বিরুদ্ধে এসেছে একাধিক অভিযোগ। সেই অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

কিন্তু কলকাতা পুলিস স্পষ্ট জানাল, নিয়মে কোনও বদল হয়নি। আগের নিয়মেই পুজো উদ্যোক্তাদের অনুমতি দেওয়া হবে। 

আরও পড়ুন- ছবি: ইস্কনের রথের পথে আম্রপল্লব দিয়ে শুদ্ধিকরণের রীতি পালন নববধূ নুসরতের

.