কালীপুজোর দিন বাজি রুখতে তৎপর পুলিস, চুপিসারে ফাঁদ পেতে গ্রেফতার ২

Updated By: Nov 14, 2020, 08:45 AM IST
কালীপুজোর দিন বাজি রুখতে তৎপর পুলিস, চুপিসারে ফাঁদ পেতে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদন: বাজি রুখতে তৎপর লালবাজার। সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে কোনও জায়গা থেকে বাজি পোড়ানোর খবর বা বিক্রির খবর পেলেই তৎক্ষণাত ঘটনাস্থলে যেতে হবে এবং কড়া পদক্ষেপ নিতে হবে। সেই মোতাবেক কালীপুজোর সকালে বাজি সমেত গ্রেফতার একাধিক। 

শুক্রবার রাতেই বাজি সমতে গ্রেফতার ২৭ বছরের এক যুবক। তাঁর কাছে ২৮ কেজি বাজি পাওয়া গিয়েছে। অভিযুক্তের নাম ব্রজেন মিস্ত্রি। কসবা থানা এলাকার জিএস বোস রোডের বাসিন্দা।শুক্রবার রাতে ওই যুবককে হাতে নাতে পাকড়াও করে পুলিস।ধৃতের কাছে থাকা দুটি ব্যাগ থেকে প্রায় ২৮ কেজি শব্দ বাজি উদ্ধার করা হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। 

অন্যদিকে, বাজি বিক্রি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২৮ বছরের যুবককে। অভিযুক্তের বাড়ি থেকে ১০০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। ধৃতের নাম, আশিস সাউ। নরেন্দ্রপুর থানা এলাকার মন্ডল পাড়ার বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, রিজেন্ট পার্ক থানা এলাকার শীতলা পার্কের কাছে বাজি বিক্রি করছিল আশিস। তখনই পুলিস চুপিসারে ফাঁদ পেতে তাঁকে হাতে নাতে ধরে।

.