১২ বছরের অপেক্ষার অবসান, কলকাতা পুলিসে যুক্ত হতে চলেছে চপার

Updated By: Oct 4, 2017, 10:50 PM IST

ওয়েব ডেস্ক : কমান্ডো, স্নাইপারের পর এবার কলকাতা পুলিসে যুক্ত হচ্ছে হেলিকপ্টার। শহর ও শহরতলিকে নিরাপদ রাখতে কলকাতা পুলিসে চপার রাখার কথা ভাবা হয়েছিল ১২ বছর আগে। অবশেষে সেই পরিকল্পনা এবার বাস্তবায়িত হতে চলেছে।

সালটা ছিল ২০০৫। মেগা সিটি গড়ে তোলার পরিকল্পনা করে কেন্দ্র। ঠিক হয় শহর-শহরতলীর নিরাপত্তার স্বার্থে পুলিস বাহিনীকে দেওয়া হবে চপার। গত ১২ বছরে একটু একটু করে এগিয়েছে পরিকল্পনা। সন্ত্রাসবাদী হামলার কথা মাথায় রেখে কলকাতা পুলিসে অন্তর্ভুক্ত হয়েছে কম্যান্ডো। তারপর স্নাইপার। আর এবার সেই তালিকায় নবতম সংযোজন চপার বাহিনী।

আরও পড়ুন- কলকাতা বিমানবন্দরে চালু হচ্ছে CAT থ্রি বি সিস্টেম

দেশের মধ্যে একমাত্র কলকাতা পুলিসই চপার পেতে চলেছে। BSF ছাড়া অন্য কোনও কেন্দ্রীয় পুলিস বাহিনীরও নিজস্ব চপার নেই।

কেমন হবে এই নতুন ব্যবস্থা? কী ধরণের চপার থাকবে?

ইতিমধ্যেই তা নিয়ে পরামর্শ চাওয়া হয়েছে প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহার। নগরপাল রাজীব কুমারের সঙ্গেও তাঁর দফায় দফায় বৈঠক হয়েছে। যদিও, পরিকল্পনা এখন প্রাথমিক পর্যায়েই রয়েছে। কী ধরণের চপার কেনা হবে তা নিয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলছে কলকাতা পুলিস। তিন-চারটি বিশেষত্ব বিশেষভাবে মাথায় রাখা হচ্ছে।

চপার থেকে যাতে খুব সহজে কম্যান্ডোরা যাতে নীচে নেমে আসতে পারে

চপারে কমপক্ষে ৪জনের বসার জায়গা থাকতে হবে

চপার যাতে খুব কম জায়গার মধ্যে ল্যান্ড করতে পারে ও খুব কম উচ্চতাতেও উড়তে পারে

চপারে যাতে খুব সহজে অস্ত্র ফিট করা যায়

মূলত এই বিশেষত্বগুলোর দিকে নজর রেখেই চপার সংস্থা ফাইনাল করা হবে। কলকাতা পুলিস চপার পেলে উপকৃত হবে লাগোয়া কমিশনারেটগুলিও।

.