২-৩ ঘণ্টাতেই কলকাতায় নামতে চলেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
শুক্রবারের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টি।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলের সন্ধ্যায় কলকাতায় বৃষ্টির পূর্বাভাস (Rain In Kolkata)। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বৃষ্টি নামতে পারে কলকাতার বেশ কিছু অংশে। হাল্কা থেকে মাঝারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাসও রয়েছে। রাস্তায় বেরনো মানুষজনকে তাই নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।
প্রসঙ্গত, পূর্বাভাসে আগেই বলা হয়েছিল যে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। সকালের দিকে মাঝে মাঝে রোদ দেখা যাবে। বেলা বাড়লে মূলত মেঘলা আকাশ দেখা যাবে। আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশ পেরিয়ে যাবে। ফলে বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। বৃষ্টি হলে কিছুক্ষণের জন্য স্বস্তি পাওয়া যাবে।
অন্যদিকে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উপকূলীয় জেলাগুলি যেমন দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে বর্ষার বৃষ্টির পূর্বাভাস ছিল। মৌসুমী বায়ু দুর্বল থাকায় কাঙ্ক্ষিত পরিমাণ বৃষ্টিপাত হবে না। হুগলি এবং নদীয়া জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি দেখা যাবে। শুক্রবারের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টি।
আরও পড়ুন, Malda Murder: জমি বিবাদে বাবাকে খুন মা-মেয়ে-জামাইয়ের? পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হবিবপুরে