মোবাইল-মানি ব্যাগ রেখে দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের

মজা করে ভিডিয়ো তোলার জন্য নাকি আত্মহত্যার জন্য ওই যুবক ঝাঁপ দেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে

Reported By: রণয় তেওয়ারি | Updated By: Mar 27, 2021, 07:27 PM IST
মোবাইল-মানি ব্যাগ রেখে দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের

নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগে দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দেওয়ার ভিডিয়ো বানাতে গিয়ে মৃত্যু হয়েছিল এক যুবকের। এবার সেই সেতু থেকেই গঙ্গায় ঝাঁপ দিলেন এক যুবক। এনিয়ে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

আরও পড়ুন-বীরভূমে থেকে Pakistan বানানোর কথা বলছেন TMC নেতা? জিভ ছিঁড়ে নিন: সায়ন্তন বসু

শনিবার দুপুরে তৌসিফ খান নামে ওই যুবক বিদ্যাসাগর সেতু(Vidyasagar Setu) থেকে গঙ্গায় ঝাঁপ দেন। পুলিস সূত্রে খবর, নিখোঁজ ওই যুবকের(২০) বাড়ি মোমিনপুর(Mominpur) এলাকায়। ঘটনার খবর পেয়েই তল্লাশি শুরু করেছে ডিএমজির কর্মীরা। সূত্রের খবর কোর্ট, প্যান্ট প্যাকিংয়ের কাজ করত তৌসিফ।

মজা করে ভিডিয়ো তোলার জন্য নাকি আত্মহত্যার জন্য ওই যুবক ঝাঁপ দেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এনিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে পুলিস। তবে পুলিস জানিয়েছে, ব্রিজের উপরে তৌসিফের মোবাইল ও মানি ব্যাগ পাওয়া গিয়েছে। সেখান থেকেই তার বাড়ির ঠিকানা পাওয়া গিয়েছে।

আরও পড়ুন-নন্দীগ্রামে Mamata, শেষবেলায় প্রচারে আসছেন Shah-ও  

এদিকে, তৌসিফের পরিবার সূত্রে জানা যাচ্ছে, সকালে খাওয়ার পর বাড়ি থেকে টাকা নিয়ে শবেবরাতের জন্য বাজি কিনতে বের হয়। তার পর তিনটে নাগাদ পুলিসের কাছ থেকে ফোন আসে। দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়। বাড়ি কোনও সমস্যা ছিল না। সম্পূর্ণ স্বাভাবিক ছিল।
 

.