সত্তর পেরিয়ে লেক কালীবাড়ির পুজো
পুজোর বয়স পেরিয়েছে ৭০। লেক কালীবাড়ির পুজো ঠিক আগের মতোই আজও বহন করে চলেছে ঐতিহ্যের উত্তরাধিকার। বরাবরের মতো এ বারও শক্তির আরাধনায় ভক্তদের ঢল নেমেছে দক্ষিণ কলকাতার এই কালীক্ষেত্রে।
পুজোর বয়স পেরিয়েছে ৭০। লেক কালীবাড়ির পুজো ঠিক আগের মতোই আজও বহন করে চলেছে ঐতিহ্যের উত্তরাধিকার। বরাবরের মতো এ বারও শক্তির আরাধনায় ভক্তদের ঢল নেমেছে দক্ষিণ কলকাতার এই কালীক্ষেত্রে।
১৯৪৯ সালের ১৩ এপ্রিল লেক কালীবাড়িতে পুজো শুরু হয়। প্রথমে মাটির মূর্তিতেই হতো মায়ের আরাধনা। ১৯৭৩-এ প্রতিষ্ঠিত হয় পাথরের প্রতিমা। কালীপুজোর রাতে সাড়ে ৯টা থেকে পুজো শুরু হয়। পুজো শেষ হয় পরের দিন ভোরে। কাকভোরে হয় মায়ের আরতি, অঞ্জলি।
লেক কালীবাড়ির পুজোয় আগে পশুবলি হলেও এখন আর সে সবের চল নেই। এখন বলি দেওয়া হয় আখ আর চালকুমড়ো। কালীপুজোর রাতেই হয় প্রতিমার প্রাণপ্রতিষ্ঠা, চক্ষুদান। ৮ জন পুরোহিত থাকেন পুজোর দায়িত্বে। পুজোর পরের দিন অনুষ্ঠিত হয় ভোগ বিতরণ, নারায়ণ সেবা।