'বন্ধের ওপর বন্ধ', বামেদের কটাক্ষ কংগ্রেসের, তৃণমূল বলল, "আর কবে শিক্ষা নেবেন"?
"স্বীকারটা যদি আগে করতেন! উনি বললেন শিক্ষা নিলাম। ৩৫ বছরে এত বার বন্ধ ডেকে শিক্ষা নিলেন না? মানুষ এরপর থেকে বন্ধে সারা দেবে না", বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বন্ধের ব্যর্থতা মেনে নিতেই মন্তব্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। 'নোট বাতিল' ইস্যুতে তৃণমূল সুপ্রিমের মোদী বিরোধী আন্দোলন প্রসঙ্গে তিনি আরও বলেন,"নোট কাণ্ডের প্রতিবাদে যেভাবে রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কৃষকের হয়ে, শ্রমিকের পক্ষে, মানুষকে সঙ্গে নিয়ে তা দেশের মানুষ বুঝেছেন।" কেন্দ্রকে তোপ দেগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এও বলেন, "কেন্দ্রের সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত পরিকল্পনাবিহীন সিদ্ধান্ত"। আরও পড়ুন- কয়েন কথা
কলকাতা: "স্বীকারটা যদি আগে করতেন! উনি বললেন শিক্ষা নিলাম। ৩৫ বছরে এত বার বন্ধ ডেকে শিক্ষা নিলেন না? মানুষ এরপর থেকে বন্ধে সারা দেবে না", বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বন্ধের ব্যর্থতা মেনে নিতেই মন্তব্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। 'নোট বাতিল' ইস্যুতে তৃণমূল সুপ্রিমের মোদী বিরোধী আন্দোলন প্রসঙ্গে তিনি আরও বলেন,"নোট কাণ্ডের প্রতিবাদে যেভাবে রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কৃষকের হয়ে, শ্রমিকের পক্ষে, মানুষকে সঙ্গে নিয়ে তা দেশের মানুষ বুঝেছেন।" কেন্দ্রকে তোপ দেগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এও বলেন, "কেন্দ্রের সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত পরিকল্পনাবিহীন সিদ্ধান্ত"। আরও পড়ুন- কয়েন কথা
68 lives lost due to #Demonetisation. Every life is precious. Here is a list of the deceased (State/Name/Cause): https://t.co/bxS7cmZMbC
— Mamata Banerjee (@MamataOfficial) November 21, 2016
বন্ধ ব্যর্থ হওয়ার পর বাংলায় বামেদের 'ভোট-সঙ্গী' কংগ্রেসও বামদের ডাকা বন্ধে সারা দেয়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া, "তারা একটা স্বাধীন দল, নিজেদের মত করে সিদ্ধান্ত নিয়েছেন। মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত এমনিতেই বন্ধ পরিস্থিতি। বন্ধের ওপর বন্ধ! বিমান বাবুরা মাটির কথা ভুলে গিয়ে তারা বন্ধ ডেকেছেন। আমরা আক্রোশ দিবস পালন করছি। এটা বিমান বাবুদের ব্যাপার, উনি বলেছেন যে আরও কথা বলে সিদ্ধান্ত নেওয়া উচিত, নিশ্চয় তারা আগামী দিনে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন"।