দ্বিপাক্ষিক বৈঠকে বামেরা

নির্বাচনী ত্রুটিবিচ্যুতি পর্যালোচনার পর বামফ্রন্টের সংগঠনকে ঢেলে সাজাতে মঙ্গলবার থেকে দ্বিপাক্ষিক বৈঠকে বসছে ফ্রন্টের শরিকদলগুলি। প্রথম বৈঠক হবে আরএসপি এবং সিপিআইএম নেতৃত্বের। বুধবার ফরওয়ার্ডব্লক এবং সিপিআইয়ের সঙ্গে বৈঠক হবে সিপিআইএমের।

Updated By: Oct 24, 2011, 06:37 PM IST

নির্বাচনী ত্রুটিবিচ্যুতি পর্যালোচনার পর বামফ্রন্টের সংগঠনকে ঢেলে সাজাতে মঙ্গলবার থেকে দ্বিপাক্ষিক বৈঠকে বসছে ফ্রন্টের শরিকদলগুলি। প্রথম বৈঠক হবে আরএসপি এবং সিপিআইএম নেতৃত্বের। বুধবার ফরওয়ার্ডব্লক এবং সিপিআইয়ের সঙ্গে বৈঠক হবে সিপিআইএমের। দ্বিপাক্ষিক বৈঠকগুলিতে উঠে আসা তথ্যগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে রাজ্য বামফ্রন্টের পরবর্তী বৈঠকে। ক্ষমতায় থাকার সময় অনেকবারই ফ্রন্ট শরিক দলগুলি দ্বিপাক্ষিক আলোচনায় বসেছে। কিন্তু এবারে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর ফ্রন্ট শরিকদের দ্বিপাক্ষিক বৈঠককে তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

.