শব্দবাজি রুখতে বিশেষ ব্যবস্থা
কলকাতা সহ গোটা রাজ্যে শব্দবাজি আটকাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। ৯০ ডেসিবলের শব্দসীমা নির্দিষ্ট করার পাশাপাশি রাত ১০ টার পর যেকোনও শব্দবাজি ফাটালে তাকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হবে বলে মহাকরণে জানালেন পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার।
কলকাতা সহ গোটা রাজ্যে শব্দবাজি আটকাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। ৯০ ডেসিবলের শব্দসীমা নির্দিষ্ট করার পাশাপাশি রাত ১০ টার পর যেকোনও শব্দবাজি
ফাটালে তাকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হবে বলে মহাকরণে জানালেন পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার। তিনি আরো জানান কালীপুজোর দিন শহরে
মোট ২৫ টি এবং রাজ্যে মোট ৫০টি সরকারি আধিকারিকদের টিম ঘুরবে। বহুতলের ওপর থেকে বাজি ফাটানো নিয়ন্ত্রণ করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।
এছাড়াও পুজোর দিন, অর্থাৎ ২৬ অক্টোবর সন্ধে ৬টা থেকে ২৭ তারিখ সন্ধে ৬টা পর্যন্ত শব্দবাজি সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য বিশেষ কন্ট্রোল রুম খোলার ব্যবস্থা
নিয়েছে রাজ্য সরকার। কলকাতা কন্ট্রোল রুমের নম্বর ২৩৩৫-৮২৮১ এবং ২৩৩৫- ৩৯১৩। রাজ্যের টোল-ফ্রি কন্ট্রোল রুমের নম্বর ১৮০০-৩৪৫-৩৩৯৩।