ভাঙড় নিয়ে বিধানসভায় নজিরবিহীন বিক্ষোভ বামেদের

ভাঙড় নিয়ে বিধানসভায় রাজ্যপালের সামনে নজিরবিহীন বিক্ষোভ দেখাল বামেরা। কখনও বক্তৃতার মাঝে, কখনও রাজ্যপালের গাড়ি ঘিরে। তাঁদের প্রশ্ন, রাজ্যপালের ভাষণে এত কথা থাকলেও কেন বাদ পড়ল ভাঙড়? বাম-কংগ্রেসের সিদ্ধান্ত, চলতি অধিবেশনে অধ্যক্ষের বিরুদ্ধেও অনাস্থা আনবে তারা। বাজেট অধিবেশনের প্রথম দিন। ভরা বিধানসভায় বলতে শুরু করলেন রাজ্যপাল।

Updated By: Feb 3, 2017, 09:46 PM IST
ভাঙড় নিয়ে বিধানসভায় নজিরবিহীন বিক্ষোভ বামেদের

ওয়েব ডেস্ক : ভাঙড় নিয়ে বিধানসভায় রাজ্যপালের সামনে নজিরবিহীন বিক্ষোভ দেখাল বামেরা। কখনও বক্তৃতার মাঝে, কখনও রাজ্যপালের গাড়ি ঘিরে। তাঁদের প্রশ্ন, রাজ্যপালের ভাষণে এত কথা থাকলেও কেন বাদ পড়ল ভাঙড়? বাম-কংগ্রেসের সিদ্ধান্ত, চলতি অধিবেশনে অধ্যক্ষের বিরুদ্ধেও অনাস্থা আনবে তারা। বাজেট অধিবেশনের প্রথম দিন। ভরা বিধানসভায় বলতে শুরু করলেন রাজ্যপাল।

সংসদের যৌথ অধিবেশনে যেমন রাষ্ট্রপতির গলায় কেন্দ্রের প্রশংসা, তেমনই রাজ্যপালের গলাতেও শোনা গেল রাজ্য সরকারের প্রশস্তি। রাজ্যপালের বক্তৃতা শুরুর সময়ই ভাঙড় ইস্যুতে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন অশোক ভট্টাচার্য। রাজ্যপালের ভাষণে ভাঙড় কেন বাদ? বক্তৃতার মাঝপথেই বাম বিধায়করা হৈ-চৈ শুরু করে দেন। বক্তৃতা শেষ করে বিধানসভা থেকে বেরোনোর মুখে ফের রাজ্যপালের গাড়ি ঘিরে স্লোগান দিতে শুরু করেন বামেরা।

বিধানসভার অধিবেশন শুরুর আগে ত্রিস্তর পঞ্চায়েত সদস্যদের জন্য ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে স্পিকারের কাছে নালিশ জানান বাম বিধায়করা। তাঁদের অভিযোগ, বিধানসভাকে এড়িয়ে বাজেটের আগেই এই ঘোষণায় রাজ্য আইনসভার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। কংগ্রেস ও বাম বিধায়কদের সিদ্ধান্ত, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলতি অধিবেশনেই অনাস্থা আনবেন তাঁরা। ১০ তারিখ বিধানসভায় বাজেট পেশ। প্রথম দিনই বামেদের বিক্ষোভে স্পষ্ট আগামী কয়েকদিন উত্তপ্ত থাকবে বিধানসভা।

 

.