Live: চাঁদনিচকে ছত্রভঙ্গ BJP-র মিছিল, যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা পুলিসের

করোনার দাপট শিথিল হতেই আজ সোমবার কলকাতা পুরসভা অভিযানে বিজেপি। বিধি নিষেধের কথা মাথায় রেখে অনুমতি দেয়নি অভিযান কর্মসূচির। জানা গিয়েছে, সে সব অনুমতির তোয়াক্কা না করে আজ পুর-অভিযানে যাচ্ছে বিজেপি। 

Last Updated: Monday, July 5, 2021 - 14:20
Live: চাঁদনিচকে ছত্রভঙ্গ BJP-র মিছিল, যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা পুলিসের

নিজস্ব প্রতিবেদন: করোনার দাপট শিথিল হতেই আজ সোমবার কলকাতা পুরসভা অভিযানে বিজেপি। বিধি নিষেধের কথা মাথায় রেখে অনুমতি দেয়নি অভিযান কর্মসূচির। জানা গিয়েছে, সে সব অনুমতির তোয়াক্কা না করে আজ পুর-অভিযানে যাচ্ছে বিজেপি। 

কেন এই অভিযান? 

রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদ জানাতেই এই অভিযান। পরিস্থিতি সামাল দিতে গার্ডরেল, জলকামান, নিয়ে প্রস্তুত কলকাতা পুলিস।

5 July 2021, 14:15 PM

'গণতন্ত্র নেই। দেবাঞ্জনের মতো মানুষের গ্রেফতারি হয় না। আমরা ভুয়ো ভ্যাকসিনের প্রতিবাদ করলে গ্রেফতার করা হয়': বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

5 July 2021, 14:00 PM

আমরা ভুয়ো ভ্যাকসিন নিয়ে প্রতিবাদ জানিয়েছি বলে আমাদের গ্রেফতার করছে কলকাতা পুলিস:  অগ্নিমিত্রা পল 

5 July 2021, 14:00 PM

জমায়েতের নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে মিছিল করে বিজেপি। 

5 July 2021, 13:45 PM

বাসে তোলা হল বেশ কয়েকজন বিজেপি কর্মীদের, বিজেপি বিধায়কদের টেনে হিঁচড়ে বাসে তোলার অভিযোগ। 

5 July 2021, 13:45 PM

মিছিলে লাঠি চার্জ শুরু হয়েছে। একটা অংশ ভেঙে এগিয়ে যেতে পারলেও বাকিদের গ্রেফতার করল পুলিস। কার্যত বচসা শুরু হয়েছ। তৎপর রয়েছে কলকাতা পুলিস।  

5 July 2021, 13:45 PM

চাঁদনি চক গণেশ অ্যাভিনিউয়ের কাছে ব্যারিকেড আগলে দাঁড়িয়ে আছে পুলিস। মিছিলে রয়েছেন রাহুল সিনহা, দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদার, রাজু বন্দোপাধ্যায়। 

5 July 2021, 13:30 PM

ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে। 

5 July 2021, 13:30 PM

চারিদিক দিকে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। অলি-গলি এমনভাবে বদ্ধ রাখা হয়েছে, যাতে কোনও মতে বিজেপি সমর্থকরা লেনিন সরণীতে প্রবেশ করতে না পারে। 

5 July 2021, 13:15 PM

মুরলীধর সেন লেন ধরে এগোচ্ছে মিছিল। তবে সুবোধ মল্লিক স্কোয়ারের দিকে হেঁটে যাচ্ছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা মানুষকে জাগাতে যাচ্ছি। পুলিসের কাজ পুলিস করবে। 

5 July 2021, 12:30 PM

জানা গিয়েছে মিছিলের ভিডিয়োগ্রাফি করা হবে। মেট্রো চ্যানেলের আউট গেটে জল কামান রাখা হয়েছে। প্রস্তুত  ডিসি সেন্ট্রাল, ডিসি রিসার্ভ ফোর্স, ডিসি ট্রাফিক, ডিসি ওয়্যারলেস, ডিসি কমব্যাট ব্যাটেলিয়ন। এছাড়াও মোতায়েন সাদা পোশাকের পুলিস।