Sealdah: পাওয়ার ব্লক! সপ্তাহান্তে ২ দিন শিয়ালদহে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন...

ফের রেল-পথে ভোগান্তি। শিয়ালদহ ডিভিশনে মাধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনে মাঝে এবার ট্রাফিক ব্লক। সঙ্গে পাওয়ার ব্লকও! কবে? আপ লাইনে আগামীকাল শনিবার রাত সাড়ে দশ থেকে রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত। আর ডাউন লাইনে রাত সাড়ে দশটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত।

Updated By: Jun 28, 2024, 10:37 PM IST
Sealdah: পাওয়ার ব্লক! সপ্তাহান্তে ২ দিন শিয়ালদহে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন...

অয়ন ঘোষাল: ফের রেল-পথে ভোগান্তি। শিয়ালদহ ডিভিশনে মাধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনে মাঝে এবার ট্রাফিক ব্লক। সঙ্গে পাওয়ার ব্লকও! কবে? আপ লাইনে আগামীকাল শনিবার রাত সাড়ে দশ থেকে রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত। আর ডাউন লাইনে রাত সাড়ে দশটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত।

আরও পড়ুন:  South-Eastern Railway: হাওড়া-খড়গপুর ডিভিশনে কাজ, ৮ দিন বাতিল ২৪০ ট্রেন...

রেলে তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সপ্তাহান্তে শনি ও রবিবার দমদম-বারাসত সেকশনের মাঝে একটি সেতুর রক্ষণাবেক্ষণে কাজ চলবে। সেকারণেই এই ট্রাফিক ও পাওয়ার ব্লক। ফলে একাধিক ট্রেন যেমন বাতিল থাকবে, তেমনি অনেক ট্রেন যেখান থেকে ছাড়ে বা যেখানে যায়, ততটা যাবে না। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছেয 

শনিবার ট্রেন বাতিল
--
বনগাঁ-শিয়ালদা: ডাউন ৩৩৮৫৬, ৩৩৮৬০ /আপ ৩৩৮৬১, ৩৩৮৬৩
হাসনাবাদ-শিয়ালদা: ডাউন ৩৩৫৩৮/আপ ৩৩৫৩৩।
--
রবিবার ট্রেন বাতিল
---
হাসনাবাদ-শিয়ালদা: ডাউন ৩৩৫১২/আপ ৩৩৫১৩
বনগাঁ-শিয়ালদা: ডাউন ৩৩৮১২, ৩৩৮১৪, ৩৩৮১৮, ৩৩৮২০/আপ ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫, ৩৩৮১৭ 
দত্তপুকুর-শিয়ালদা: ডাউন ৩৩৬১২, ৩৩৬১৬, ৩৩৬১৮, ৩৩৬২০/আপ ৩৩৬১৩, ৩৩৬১৫
লক্ষ্মীকান্তপুর-নমখানা: ডাউন ৩৪৯২৪/আপ ৩৪৯২৩
মাঝেরহাট -লক্ষ্মীকান্তপুর: ডাউন ৩০৭১২/আপ ৩০৭১১
বনগাঁ- মাঝেরহাট: ডাউন ৩০৩৪২
হাবরা-শিয়ালদা: ডাউন ৩৩৬৫২/আপ ৩৩৬৫১
বি.বি.ডি বাগ-কৃষ্ণনগর সিটি: আপ ৩০১৪৫
মাঝেরহাট -বারাসত: আপ ৩০৩৫১
মাঝেরহাট -মাধ্যমগ্রাম: আপ ৩০৩৫৭/ডাউন ৩০৩৫৮
বারাসত-বনগাঁ: আপ ৩৩৩৬১
বারাসত- শিয়ালদা: ডাউন ৩৩৪৩২, ৩৩৪৩৪/ আপ ৩৩৪৩১, ৩৩৪৩৫, ৩৩৪৩৯
বারাসত- দত্তপুকুর: আপ ৩৩৩৫৭
--
শনিবার বারাসত পর্যন্ত বা বারাসত থেকে যাত্রা শুরু
---
বনগাঁ-শিয়ালদা: ৩৩৮৫৮ 
শিয়ালদা-বনগাঁ: ৩৩৮৫৯ 
--
রবিবার বারাসত পর্যন্ত বা বারাসত থেকে যাত্রা শুরু
--
বনগাঁ-শিয়ালদা: ৩৩৮১৬, ৩৩৮২২, ৩৩৮২৪, ৩৩৮২৬
হাসনাবাদ-শিয়ালদা: ৩৩৫১৪, ৩৩৫১৬, ৩৩৫১৮
হাবরা-শিয়ালদা: ৩৩৬৫৪
বনগাঁ- মাঝেরহাট: ৩০৩৪৪
হাসনাবাদ-বি.বি.ডি বাগ: ৩০৩২২
শিয়ালদা-বনগাঁ: ৩৩৮১৯, ৩৩৮২১, ৩৩৮২৩
শিয়ালদা-হাসনাবাদ: ৩৩৫১১, ৩৩৫১৫, ৩৩৫১৭, ৩৩৫১৯
শিয়ালদা-হাবরা: ৩৩৬৫৩
শিয়ালদা- গোবরডাঙ্গা: ৩৩৬৮১।
মাঝেরহাট -দত্তপুকুর: ৩০৩১৭
শিয়ালদা-দত্তপুকুর: ৩৩৬১৭
শিয়ালদা-দত্তপুকুর: ৩৩৬১৭
মাঝেরহাট -হাসনাবাদ: ৩০৩৬১
--
রবিবার রানাঘাট পর্যন্ত
--
গেদে- মাঝেরহাট: ৩০১৪২

--
দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর ডিভিশনের আন্দুল স্টেশনে প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজের জন্য লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। এর ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে। 

আরও পড়ুন:  Bengal Weather Update: বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, সপ্তাহ শেষে ভাসবে বাংলাও...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.