লু-এর সতর্কতা জারি আবহাওয়া দফতরের

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লু-এর সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা তথা মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া এবং হুগলিতে তাপমাত্রা বাড়ার পাশাপাশি লু বইতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Updated By: May 23, 2012, 05:09 PM IST

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লু-এর সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা তথা মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া এবং হুগলিতে তাপমাত্রা বাড়ার পাশাপাশি লু বইতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। সেইসঙ্গেই উত্তর দিনাজপুর ও মালদহেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আগামিকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। তবে গরম বাড়লেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার কিছুটা কমবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে, উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

.