সিবিআই তলব পেয়ে সারাদিন ওঠানামা করল মদনের রক্তচাপ

Updated By: Nov 19, 2014, 11:41 PM IST
সিবিআই তলব পেয়ে সারাদিন ওঠানামা করল মদনের রক্তচাপ

সিবিআইয়ের মদন তলব অস্বস্তি বাড়িয়েছে দলের অন্দরে। অস্বস্তিতে পরিবহণ মন্ত্রীও। আজ সারাদিনই চিকিত্‍সকদের কড়া নজরদারিতে ছিলেন মন্ত্রী। মাঝে মধ্যেই বেড়েছে রক্তচাপ আর হৃদস্পন্দনের গতি। পরিবহণ মন্ত্রীর সিবিআই তলব ভয় ধরিয়েছে দলের অনেক হেভিওয়েট নেতা, মন্ত্রীকেই।

যে কোনও সময় ডাক পড়তে পারে, সেই আশঙ্কাই সত্যি হল। শুক্রবারই সারদা কান্ডে জেরার জন্য তলব করা হয়েছে পরিবহণ মন্ত্রীকে। তৃণমূলের প্রথম সারির পাঁচ মন্ত্রীর মধ্যে অন্যতম মদন মিত্র। হেভিওয়েটও বটে। অস্বস্তি চাপা ছিল না স্বয়ং পরিবহণ মন্ত্রীরও।

হাসপাতাল সংবাদ-

মাঝে মাঝেই বেড়েছে রক্তচাপ।

হৃদস্পন্দনের গতিও উর্দ্ধমুখী। বেশ কয়েকবার ইসিজি করতে হয়েছে পরিবহণ মন্ত্রীর।

এরমধ্যেই ফোনে দলের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা সেরেছেন মন্ত্রী।

মন্ত্রী জানিয়েছেন, ডাক্তার সুস্থ ঘোষণা করলেই সিবিআইয়ের কাছে যাবেন তিনি। তদন্তেও সবরকম সহযোগিতা করবেন।

সিবিআই কর্তারা জেরার জন্য হাসপাতালেও আসতে পারেন বলে খবর ছিল।পরিবহণ মন্ত্রীকে সিবিআইয়ের তলব ঘিরে তৃণমূলের অন্দরেও তৈরি হয়েছে জোর টেনশন। সারদা কাণ্ডে মদন মিত্রের সঙ্গেই দেখা গেছে সারদা কর্তা সুদীপ্ত সেনকে। শোনা গেছে ভূয়ষী প্রশংসা। নাম জড়িয়েছে সারদা গার্ডেন্স কেলেঙ্কারিতেও। মদন ঘনিষ্ট বেশকয়েকজনকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। মদন মিত্রের পর এবার কার পালা? চিন্তায় তৃণমূল।

 

.