মুকুল রায় দলে ফেরায় তীব্র শ্লেষ মদনের
মুকুল রায় দলে ফেরায় তীব্র শ্লেষ মদনের। সারদাকাণ্ডে জেলবন্দি মদন মিত্রকে আজ আলিপুরে আদালতে হাজির করা হয়। আদালত চত্বরে মুকুল রায়ের দলে ফেরা নিয়ে প্রশ্নের জবাবে প্রথমে ইঙ্গিতপূর্ণ হাসি ছুঁড়ে দেন মদন। তবে কি তাঁকে বলির পাঁঠা বানানো হল? পাল্টা কটাক্ষও উঠে আসে মদনের শ্লেষ।
ওয়েব ডেস্ক: মুকুল রায় দলে ফেরায় তীব্র শ্লেষ মদনের। সারদাকাণ্ডে জেলবন্দি মদন মিত্রকে আজ আলিপুরে আদালতে হাজির করা হয়। আদালত চত্বরে মুকুল রায়ের দলে ফেরা নিয়ে প্রশ্নের জবাবে প্রথমে ইঙ্গিতপূর্ণ হাসি ছুঁড়ে দেন মদন। তবে কি তাঁকে বলির পাঁঠা বানানো হল? পাল্টা কটাক্ষও উঠে আসে মদনের শ্লেষ।
এর আগেও মদন মিত্রকে জিজ্ঞেস করা হয়েছিল যে, মুখ্যমন্ত্রী বলেছেন, কেউ টাকা চুরি করলে, তার দায় তাঁর। দলের নয়। এ ব্যাপারে কী বলবেন? সেদিন মদন মিত্র খানিকটা ভেবে নিয়ে বলেছিলেন, 'ঠিকই তো বলেছিলেন'। আগের দিন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর গলায় ছিল অভিমানের সুর। এদিন অবশ্য অভিমান কম ছিল তাঁর গলা এবং কথায়। অভিমান কিন্তু পরিবর্তন হওয়া শুরু হয়েছে মদনের।